Malda: মালদহের ফল চাষিদের জন্য সুখবর! উন্নত প্রজাতির গাছের চারা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে, ২টি নথি দেখালেই হাতে পাবেন চারাগাছ
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda: মালদহের ফল চাষিদের জন্য সুখবর। আর দাম দিয়ে উন্নতমানের ফল গাছের চারা কিনতে হবে না। আম, লিচু, কলা, পেঁপে, হাইব্রিড নারকেল ইত্যাদি উন্নত প্রজাতির গাছের চারা মিলছে বিনামূল্যে। কোথায় গেলে পাবেন? কী কী নথি লাগবে জানুন।
advertisement
advertisement
advertisement
advertisement
মালদহ ম্যাঙ্গো মার্চেন্ট জেলা সভাপতি উজ্জ্বল সাহা জানান, "এখনও পর্যন্ত প্রায় দেড় লক্ষ আম ও একাধিক রকম উন্নতমানের ফলের চারা বিতরণ করা হয়েছে চাষিদের মধ্যে। জমির পরিমাণ দেখে চাহিদা মতো চাষিদের চারা দেওয়া হচ্ছে। জেলা জুড়ে আগামীতে আরও প্রায় ছয় লক্ষের অধিক চারা বিতরণ করা হবে।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)
