Rash Utsav: রাসপূর্ণিমায় রাধা-কৃষ্ণের চরণে অকৃত্রিম রাসফুল! কেবল শোলা আর কাগজেই রঙিন পুষ্পের বাহার, দামও খুব সামান্য
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Rash Purnima: রাসপূর্ণিমা এলেই বাজারে বাড়ে রাসফুলের চাহিদা। প্লাস্টিক অথবা কৃত্রিম উপদান দিয়ে নয় রবং শোলা দিয়ে তৈরি করা হয় এই রাসফুল। একদিকে তৈরিতে খরচ কম হয়, অন্যদিকে এটি বায়োডিগ্রেডেবল। এই ফুল এখন বাজারে ১৫ থেকে ২০ টাকায় মিলছে।
ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: রাসপূর্ণিমার পুজোয় ব্যবহৃত রাসফুল এখনও রয়েছে অকৃত্রিম। এই রাসফুল শোলা দিয়ে তৈরি হয়। এখনও এই শোলার জায়গায় অন্যকিছু প্রভাব ফেলতে পারেনি।
বাজারে এখন পাওয়া যাচ্ছে রঙবেরঙের রাসফুল। এই রাসফুল তৈরি করতে ব্যবহার করা হয় শোলা ও খবরের কাগজ। প্লাস্টিক অথবা কৃত্রিম উপদান খুব একটা ব্যবহার করা হয় না এই ফুল তৈরিতে। এর প্রধান কারণ হল, কৃত্রিম উপাদান অথবা প্লাস্টিক ব্যবহার করতে খরচ একটু বেশি হয়। সেখানে শোলা ও খবরের কাগজ ব্যবহারে খরচ অনেক কম। এছাড়াও সাধারণ মানুষজন শোলার ফুল পুজোর কাজে ব্যবহার করেন। সেজন্য এখনও এই রাসফুল সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়। ফলে এটি জৈব ভঙ্গুর (বায়োডিগ্রেডেবল)।
advertisement
আরও পড়ুনঃ ইনডোর গেম থেকে অডিও-ভিজুয়াল ক্লাস! সুন্দরবনের প্রত্যন্ত এলাকার স্কুল হার মানাবে কলকাতার চাকচিক্য, পড়ুয়াদের জন্য কী কী সুবিধা রয়েছে জানুন
এই ফুল এখন বাজারে ১৫ থেকে ২০ টাকায় মিলছে। বেশি দামের ফুলও রয়েছে। এ নিয়ে শান্তি মন্ডল নামের এক বিক্রেতা জানিয়েছেন, শোলার রাসফুলের চাহিদা থাকে বাজারে। এই রাসফুল শুধুমাত্র ব্যবহার করা হয় এই রাসপুজোতেই। ফলে সমস্ত ব্যবসায়ীরা এই শোলা ও কাগজের রাসফুল বিক্রি করেন। এই ফুলটিই আসল রাসফুল। এই কথার সঙ্গে একমত পঞ্চানন হালদার নামের এক ব্যবসায়ীও। তিনি জানিয়েছেন, তিনি নিজে রাসফুল তৈরি করেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি দেখেছেন শোলার রাসফুলের চাহিদা রয়েছে। ফলে এই ফুল ভালই বিক্রি হয়। পুজোর জন্য এই রাসফুল অনেকটা কদম ফুলের আদলে তৈরি হয়। এই ফুলটি খুবই জনপ্রিয় বাজারে। এই ফুলের দাম কিছুটা বেড়েছে গতবছরের থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 05, 2025 2:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rash Utsav: রাসপূর্ণিমায় রাধা-কৃষ্ণের চরণে অকৃত্রিম রাসফুল! কেবল শোলা আর কাগজেই রঙিন পুষ্পের বাহার, দামও খুব সামান্য
