IMD Winter Update: সপ্তাহান্তে ২০ ডিগ্রির নিচে নামবে তাপমাত্রা! ঠান্ডার কাঁপুনি শুরু কবে? শীত নিয়ে বড় আপডেট
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
IMD Winter Update: শীত না এলেও হালকা শীতের আমেজ রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পুরুলিয়া জেলা জুড়ে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী। ভোরবেলা ও রাতের দিকে শীত অনুভূত হচ্ছে। যদিও বেলা বাড়তেই ঝলমলে রোদের দেখা মিলছে জেলায়। কিন্তু রোদের তাপ সেভাবে গায়ে লাগছে না।
advertisement
1/5

*পাকাপাকিভাবে শীত না এলেও হালকা শীতের আমেজ রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পুরুলিয়া জেলা জুড়ে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী। ভোরবেলা ও রাতের দিকে শীত অনুভূত হচ্ছে। যদিও বেলা বাড়তেই ঝলমলে রোদের দেখা মিলছে জেলায়। কিন্তু রোদের তাপ সেভাবে গায়ে লাগছে না।
advertisement
2/5
*পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তবে প্রতিনিয়ত আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রার পারদ। আবহাওয়ার অনেকখানি পরিবর্তন হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে।
advertisement
3/5
*জেলায় , জেলায় তাপমাত্রার পারদ কিছুটা কমলেও এখনই বড় রকমের কোনও পরিবর্তন হচ্ছে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে। ফলে আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। সপ্তাহ শেষের দিকে বাড়তে পারে শীতের দাপট। তবে নিম্নচাপের কারণে কোথাও, কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণের জেলাগুলিতে।
advertisement
4/5
*উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরের জেলাগুলিতে ভরপুর শীতের আমেজ রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে জাঁকিয়ে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। সপ্তাহান্তে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। ঘন কুয়াশায় ঢেকেছে উত্তরবঙ্গের জেলাগুলি। তবে আপাতত তুষারপাতের কোনও সম্ভাবনা নেই।
advertisement
5/5
*ইতিমধ্যেই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে গিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না নামার নির্দেশ জারি করা হয়েছে। এই নিম্নচাপের ফলে দক্ষিণে শীত বাধা প্রাপ্ত হচ্ছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Winter Update: সপ্তাহান্তে ২০ ডিগ্রির নিচে নামবে তাপমাত্রা! ঠান্ডার কাঁপুনি শুরু কবে? শীত নিয়ে বড় আপডেট