তবে পুলিশ প্রশাসন বসে রয়েছে সাধারণ মানুষকে সাহায্য করতে, তাদের বিড়ম্বনায় ফেলতে নয়, এই বার্তা দিতেই পুলিশের সঙ্গে সাধারণ জনগণের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে এবং তাদের সাহায্য করবার জন্য ‘পুলিশ বন্ধু’ প্রোগ্রাম চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে নবদ্বীপেও দেখা গেল এই বিশেষ কর্মসূচির আয়োজন।
advertisement
এদিন কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে নবদ্বীপ থানার ব্যবস্থাপনায়, নবদ্বীপ থানা এলাকায় বিভিন্ন গ্রামে এই ক্যাম্পের আয়োজন করা হয় এই ক্যাম্পে উপস্থিত ছিলেন নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি। এদিনের এই ক্যাম্পে সাধারণ মানুষের অভিজ্ঞতা ও বিভিন্ন ধরনের ছোটখাটো অভিযোগ জানাতে ভিড় ছিল লক্ষণীয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ বন্ধু প্রোগ্রামের মধ্য দিয়ে পুলিশের সঙ্গে সাধারণ জনগণের জনসংযোগ বাড়াতে এবং বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতে এই ধরনের ক্যাম্পের মধ্য দিয়ে সচেতনতার লক্ষ্যমাত্রা পৌঁছে যাবে মানুষের মধ্যে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে বলে আশাবাদী প্রশাসন।
Mainak Debnath





