অতীতে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে, সেক্ষেত্রে দমকলকে ঘটনাস্থল পর্যন্ত পৌঁছতেও বেগ পেতে হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি বারাসত পুরসভার বোর্ড মিটিংয়ে হকারদের ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গা বেঁধে দিয়ে ফেন্সিং বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত কার্যকর করতে পূর্ত দফতরের কর্মীরা বারাসত কলোনি মোড় সংলগ্ন উড়ালপুলের নীচে পৌঁছলেও, সেখানে বাধার মুখে পড়তে হয় তাঁদের।
advertisement
অভিযোগ, ব্রিজের নীচে থাকা হকাররা ফেন্সিংয়ের কাজ শুরু হতেই বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কাজ না করেই ফিরে আসতে বাধ্য হন পূর্ত দফতরের কর্মীরা। এই ঘটনা জানানো হয় পুরসভাকে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হকার সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও হকারদের বাধার কারণে তা কার্যকর করা সম্ভব হয়নি। উল্লেখ্য, উড়ালপুলের নীচের হকার সমস্যা নিয়ে নাজেহাল হতে হয়েছিল পুরসভার আগের বোর্ডকেও। এর আগেও একাধিকবার হকারদের জন্য নির্দিষ্ট ব্যবসার জায়গা চিহ্নিত করা হয়েছিল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হকারদের একাংশের দাবি, ফেন্সিং বসানো হলে যানজট আরও বাড়বে এবং তাঁদের ব্যবসায় মারাত্মক প্রভাব পড়বে। অন্যদিকে, বারাসাত পৌরসভার পৌর প্রধান সুনীল মুখার্জী জানান, বিষয়টি নিয়ে ফের আলোচনার মাধ্যমে ও তিনি নিজে পরিদর্শন করে বিষয়টি দেখবেন এবং কথা বলবেন হকারদের সঙ্গে। শহরবাসীর দাবি, দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে।





