TRENDING:

North 24 Parganas News: বারাসাত উড়ালপুলের নীচে হকার সমস্যা সমাধানে জট! ফেন্সিংয়ের কাজে বাধা, পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, জানালেন পৌর প্রধান

Last Updated:

North 24 Parganas News: বারাসত উড়ালপুলের নীচে হকার সমস্যা সমাধানে ফেন্সিং বসাতে গিয়েই বাধার মুখে পুরসভা! বারাসত কলোনি মোড় সংলগ্ন উড়ালপুলের নীচে হকার সমস্যা দীর্ঘদিনের। রাস্তার উপর দোকান ও পসরা সাজিয়ে বসার ফলে নিত্যদিনই দুর্ভোগের মুখে পড়তে হয় পথচলতি মানুষ ও যানবাহন চালকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বারাসত উড়ালপুলের নীচে হকার সমস্যা সমাধানে ফেন্সিং বসাতে গিয়েই বাধার মুখে পুরসভা! বারাসত কলোনি মোড় সংলগ্ন উড়ালপুলের নীচে হকার সমস্যা দীর্ঘদিনের। রাস্তার উপর দোকান ও পসরা সাজিয়ে বসার ফলে নিত্যদিনই দুর্ভোগের মুখে পড়তে হয় পথচলতি মানুষ ও যানবাহন চালকদের। এমনিতেই উড়ালপুলের নীচের রাস্তা সংকীর্ণ। তার উপর হকারদের দখলে কার্যত হারিয়ে যেতে বসেছে পায়ে হাঁটার রাস্তা। ফলে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা লেগেই থাকে।
advertisement

অতীতে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে, সেক্ষেত্রে দমকলকে ঘটনাস্থল পর্যন্ত পৌঁছতেও বেগ পেতে হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি বারাসত পুরসভার বোর্ড মিটিংয়ে হকারদের ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গা বেঁধে দিয়ে ফেন্সিং বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত কার্যকর করতে পূর্ত দফতরের কর্মীরা বারাসত কলোনি মোড় সংলগ্ন উড়ালপুলের নীচে পৌঁছলেও, সেখানে বাধার মুখে পড়তে হয় তাঁদের।

advertisement

আরও পড়ুন: মকর সংক্রান্তিতে পারদ বাড়লেও হু হু করে বইছে উত্তুরে হাওয়া! কী হতে চলেছে পাহাড়ে, জানিয়ে দিল আবহাওয়া দফতর

অভিযোগ, ব্রিজের নীচে থাকা হকাররা ফেন্সিংয়ের কাজ শুরু হতেই বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কাজ না করেই ফিরে আসতে বাধ্য হন পূর্ত দফতরের কর্মীরা। এই ঘটনা জানানো হয় পুরসভাকে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হকার সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও হকারদের বাধার কারণে তা কার্যকর করা সম্ভব হয়নি। উল্লেখ্য, উড়ালপুলের নীচের হকার সমস্যা নিয়ে নাজেহাল হতে হয়েছিল পুরসভার আগের বোর্ডকেও। এর আগেও একাধিকবার হকারদের জন্য নির্দিষ্ট ব্যবসার জায়গা চিহ্নিত করা হয়েছিল।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাত উড়ালপুলের নীচে হকার সমস্যা সমাধানে জট! ফেন্সিংয়ের কাজে বাধা, তারপর...
আরও দেখুন

হকারদের একাংশের দাবি, ফেন্সিং বসানো হলে যানজট আরও বাড়বে এবং তাঁদের ব্যবসায় মারাত্মক প্রভাব পড়বে। অন্যদিকে, বারাসাত পৌরসভার পৌর প্রধান সুনীল মুখার্জী জানান, বিষয়টি নিয়ে ফের আলোচনার মাধ্যমে ও তিনি নিজে পরিদর্শন করে বিষয়টি দেখবেন এবং কথা বলবেন হকারদের সঙ্গে। শহরবাসীর দাবি, দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: বারাসাত উড়ালপুলের নীচে হকার সমস্যা সমাধানে জট! ফেন্সিংয়ের কাজে বাধা, পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, জানালেন পৌর প্রধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল