ঘটনার ফলে আকড়া স্টেশনেই আটকে পড়ে নৈহাটি–বজবজ লোকাল ট্রেন। ওভারহেড তার ক্ষতিগ্রস্ত হওয়ায় আপ ও ডাউন—দু’দিকেই ট্রেন পরিষেবা প্রভাবিত হয়। পাশাপাশি, রেলগেট পড়ে থাকায় আকড়া স্টেশন রোডে ব্যাপক যানজট সৃষ্টি হয়, যার জেরে সমস্যায় পড়েন সাধারণ পথচারী ও যানবাহন চালকেরা।
মকর সংক্রান্তি উদযাপন করবেন? তার আগে ‘গুরুত্বপূর্ণ’ এই বিষয় জেনে নিন
advertisement
এখন দেখছেন স্থল? আগে এই ৫ স্থানই ছিল অথৈ সমুদ্রের তলায়! জানেন কোনগুলো?
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেল পুলিশের আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। রেলের তরফে ওভারহেড তার মেরামতির কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বজায় রাখার চেষ্টা চালাচ্ছে।
রেল সূত্রে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে মেরামতির কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওই শাখায় ট্রেন চলাচলে কিছুটা সময় লাগতে পারে।
