Himsagar Mango Business: চিনির মত মিষ্টি, নদিয়ার এই এক ফলেই 'লক্ষ্মীর ভাণ্ডার' ফুলেফেঁপে উঠছে চাষি থেকে ভ্যানচালক, কুটির শিল্পীদের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Himsagar Mango Business: এক ফলেই আয় হয় সকলের, নদিয়ার মাজদিয়ার আমের মরসুমে লক্ষ্মী লাভ হয় সকল শ্রেণীর মানুষের।
নদিয়া: এক ফলেই আয় হয় সকলের, নদিয়ার মাজদিয়ার আমের মরসুমে লক্ষ্মী লাভ হয় সকল শ্রেণীর মানুষের। নদিয়ার মাজদিয়ার আম জগৎজোড়া বিখ্যাত। এখানকার হিমসাগর আম পৌঁছে যায় ভারতবর্ষের কোনায় কোনায়। এবছর আমের চাহিদা ব্যাপক ফলানো হয়েছে চাহিদা অনুসারে। এই আমের মরসুমে শুধু কৃষকরাই নয় আমের ওপর ভরসা করে ব্যবসা করেন সকল স্তরের মানুষ। কুলি, রিক্সা এবং ভ্যানচালক, চাষি, আড়তদার থেকে শুরু করে সকল স্তরের মানুষেরা আমের মরসুমে বছরে তিনটি মাস লাভের মুখ দেখেন এবং আয় করেন।
পশ্চিমবঙ্গের মালদার পাশাপাশি নদিয়াও আম রফতানির জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে। মালদার ফজলি আম যেমন বিখ্যাত নদিয়ার বিখ্যাত হিমসাগর আম। চিনির মত এই আম মিষ্টি এবং রঙ হয় হলদেটে কমলা বর্ণের। এই আমের সুখ্যাতি ছড়িয়ে গিয়েছে গোটা বিশ্বে। ভারতবর্ষের রাজধানী দিল্লিতেও এই আমের প্রদর্শনী হয়। ভিন রাজ্য থেকে ব্যবসায়ীরা আসেন গাড়ি বোঝাই করে এই আম কিনতে। আর সেই কারণেই আমের এই মরসুমে লক্ষ্মী লাভ হয় সকলেরই।
advertisement
আরও পড়ুন: লটারিতে কোটি টাকা জিতেই বয়স্ক মাকে রেখে উধাও গোটা পরিবার, পরের দিনই আসল খেলা দেখালেন ছাপোষা দিনমজুর
advertisement
চাষিরা আম ফলিয়ে উপার্জন করেন, এরপর সেগুলি বিক্রি করেন আরতদারদের কাছে, তারা মুনাফা অর্জন করেন বাইরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। আম নিয়ে যেতে লাগে বিভিন্ন ভ্যান রিক্সা এবং দূরদূরান্তে যেতে হলে লাগে লরি অথবা ম্যাটাডোর, এই সুবাদে তারাও মুনাফা অর্জন করে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আম বহন করতে দরকার পরে প্রচুর পরিমাণে বেতের ঝুড়ি ক্যারেট ইত্যাদি, যারা এই সমস্ত জিনিস বানায় তাদেরও মুখে হাসি থাকে এই সিজনে। এছাড়াও সর্বোপরি আরতদারদের থেকে খুচরো ফল বিক্রেতারা কিনে তারাও লাভবান হন। সেই কারণেই ফলের রাজা আমকে বলা হয় অর্থকরি ফসল এখানে।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 28, 2025 4:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Himsagar Mango Business: চিনির মত মিষ্টি, নদিয়ার এই এক ফলেই 'লক্ষ্মীর ভাণ্ডার' ফুলেফেঁপে উঠছে চাষি থেকে ভ্যানচালক, কুটির শিল্পীদের
