Fire Incident: ফের আগুন কলকাতায়...আকাশ ঢাকল কালো ধোঁয়ায়, বি বি গাঙ্গুলি স্ট্রিটে থমকে যান চলাচল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
শিয়ালদহ থেকে বিবি গাঙ্গুলি হয়ে বাস ও গাড়িগুলো এসে সেন্ট্রাল অ্যাভিনিউতে উঠলে চাঁদনি চক ও এমজি রোড অভিমুখে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউ - বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রশিং থেকে লালবাজারের অভিমুখে যান চলাচল বন্ধ রাখা হয়েছে৷
কলকাতা: সোমবার ব্যস্ত জায়গায় কাঠের সামগ্রীর দোকানে আগুন৷ ৪২/১ বিবি গাঙ্গুলি স্ট্রিটে কাঠের সামগ্রি দোকানে আগুন৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০ টি ইঞ্জিন৷ তিনটে পাশাপাশি কাঠের সামগ্রির দোকানে আগুন লেগেছে বলে জানা গিয়েছে৷
শিয়ালদহ থেকে বিবি গাঙ্গুলি হয়ে বাস ও গাড়িগুলো এসে সেন্ট্রাল অ্যাভিনিউতে উঠলে চাঁদনি চক ও এমজি রোড অভিমুখে ঘুরিয়ে দেওয়া হচ্ছে
সেন্ট্রাল অ্যাভিনিউ – বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রশিং থেকে লালবাজারের অভিমুখে যান চলাচল বন্ধ রাখা হয়েছে৷
advertisement
advertisement
(খবরটি সবেমাত্র এসেছে, বিস্তারিত আসছে)
Location :
West Bengal
First Published :
Jan 14, 2026 12:20 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Fire Incident: ফের আগুন কলকাতায়...আকাশ ঢাকল কালো ধোঁয়ায়, বি বি গাঙ্গুলি স্ট্রিটে থমকে যান চলাচল











