TRENDING:

North 24 Parganas News: গফফরের মশলা দুধ চা'র স্বাদে মাত সকলে

Last Updated:

পরিমিত মিষ্টি এবং চা-এ দুধের পুরু সর, পরিমাণ মত লিকার নিয়ে কোনও কথা হবে না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: এই জমকালো শীতের সন্ধে নামতেই চায়ের কাপে চুমুক। তবে সেই আমেজে যেন রসদ যোগাচ্ছেন বসিরহাটের মাটিয়ার গফফর মোল্লা। দীর্ঘ ১৯ বছর ধরে বসিরহাটের মাটিয়ার গলতলা এলাকায় টাকি রোডের ধারে তিনি বিক্রি করছেন চা। এই প্রবল শীতে সন্ধে নামলেই ব্যাপক ভিড় হচ্ছে গফফর মোল্লার চায়ের দোকানে।
advertisement

আরও পড়ুন: আবারও ডুয়ার্সে বন্ধ হয়ে গেল চা বাগান, কর্মহীন হাজার শ্রমিক

চা তৈরির সময় গফফর চা ও দুধের সর নিয়ে যেন রীতিমতো ভেলকি দেখান। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকে দেখে নিয়েছেন। তবে এই চায়্এর স্বাদ আরও জমে যায় যদি তা নেন মাটির ভাঁড়ে। স্পেশাল চা, চলার পথে চায় চুমুক অথবা চায়ের টানে দূর দুরন্ত থেকে চা খেতে এখানে ছুটে আসে বহু মানুষ। এক কাপ চা-এর এত কদর। গফফরের এক কাপ চা খেতে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে হাজির হন চা প্রেমীরা।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পরিমিত মিষ্টি এবং চা-এ দুধের পুরু সর, পরিমাণ মত লিকার নিয়ে কোনও কথা হবে না! সবমিলিয়ে যে কারণে ছুটে আসা। এই চা’য়ের স্বাদ, গন্ধটাই আলাদা। রোজ প্রায় হাজার কাপের মত চা বিক্রি হয় এই দোকানের। চায়ের দোকানের মালিক গফফর মোল্লা জানান, সাধারণ লাল চা কিংবা দুধ চা তো সকলেই খেয়ে থাকেন। তবে মশলা দুধ চায়ের বিক্রি বেশি। আপনিও একদিন এখানে এসে এই দুর্দান্ত চায়ের স্বাদ নিতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: গফফরের মশলা দুধ চা'র স্বাদে মাত সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল