পুলিশের দাবি, চাঁইপাট ও সংলগ্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা পাচার চক্রকে ধরার জন্য পুলিশ চেকিং বৃদ্ধি এবং নজরদারির পরিধি বাড়ানো হয়েছিল। অভিযানের সময় তিন সন্দেহভাজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। ধৃতদের পরিচয় এবং তাঁদের পূর্ববর্তী অপরাধমূলক সংযোগ যাচাই করা হচ্ছে।
advertisement
তদন্তকারী আধিকারিকদের ধারণা, এই তিন যুবক কেবল পাচার চক্রের সামনের সারির কর্মী। তাঁদের পিছনে একটি মাফিয়া চক্র কাজ করছে, যারা সীমান্তবর্তী অঞ্চলগুলি থেকে মাদক দ্রব্য এনে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বড় মাথাদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
শুক্রবার রাতের বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঘাটালের এসডিপিও দুর্লভ সরকার। উপস্থিত ছিলেন দাসপুর থানার ওসি অঞ্জনি তিওয়ারি, সেকেন্ড অফিসার তরুণ কুমার হাজরা, দাসপুর-২ বিডিও প্রবীর কুমার শীট সহ থানার অন্যান্য পুলিশ ও প্রশাসনিক কর্মীরা। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন গ্রেফতার হওয়া তিন যুবকের নাম, জয়মাল্য পাল, সৈকত মাইতি এবং প্রসেনজিৎ জানা।
