আরও পড়ুন: কল্পতরু উৎসবের আগেই ভিড় লেগেছে কামারপুকুরে, খুশি ব্যবসায়ীরা
এই বিষয়ে গাড়ি চালকেরা জানান,যতদিন থেকে তারকেশ্বর থেকে আরামবাগ রেল যোগাযোগ হয়েছে তারপর থেকেই রেল স্টেশন সংলগ্ন এই জায়গাটির উপর যাত্রীদেরকে নিয়ে যাতায়াত করতাম। কিন্তু ওই জায়গাটি রেল আধিকারিকরা টেন্ডার দিয়ে দিয়েছেন। আর তারা এই ঘটনা না জানার ফল সমস্যায় পড়েছেন। এদিন তারা দেখে তাদের পার্কিং জোনে বাঁশ এবং টিন দিয়ে এক ব্যক্তি ঘিরে দিচ্ছেন। তারা প্রত্যেকেই ইউনিয়নের পক্ষ থেকে রেলের আধিকারিকদের সঙ্গে বিষয়টি অভিযোগ জানালেও কোন সুরাহা মেলেনি।তাই তারা প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ জানবেন। যদি তাদের সমস্যা সমাধান না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।
advertisement
আরও পড়ুন: কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে একটুকরো শান্তিনিকেতন… এই শীতে কম টাকায় ঘুরে আসুন
অন্যদিকে স্টেশন ম্যানেজার দীপক চৌধুরী জানিয়েছেন সমস্ত জায়গাটি রেল কর্তৃপক্ষের। প্রায় চার বছর ধরে টেন্ডার নেওয়া ছিল। আর তারই কাজ শুরু হয়েছে। ওই জায়গাটির উপর একটি গ্যারেজ করা হচ্ছে যাতে সাধারণ মানুষ পরিষেবা পায়। পুরো বিষয়টি নিয়ম মেনে করা হয়েছে। চালকদের যা অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সব মিলিয়ে এখন দেখার আদৌ কি ওই জায়গাটির উপর পার্কিং জোন করতে পারবে চালকরা না সমস্যায় পড়তে হবে তাদের।
Suvojit Ghosh




