NIPAH Virus Update: নিপা ভাইরাস ঘিরে বাড়ছে উদ্বেগ! পূর্ব বর্ধমানে কত জন হোম কোয়ারেন্টাইনে জানেন? পাঠানো হচ্ছে নমুনা
- Reported by:Saradindu Ghosh
- Published by:Satabdi Adhikary
Last Updated:
তাঁরা বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন৷ অন্যদিকে, নিপা আক্রান্ত সন্দেহে আরও এক নার্সকে গত মঙ্গলবার গভীর রাতে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে আসা রয়েছে৷ আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁকে৷
advertisement
তিনি বলেন, ‘‘মঙ্গলবার পর্যন্ত ৪৮ জনের কন্টাক্ট ট্রেসিং করে লাইন লিস্ট তৈরি করা হয়েছিল। ওই তালিকা বুধবার আরও বেড়েছে। মোট এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে সেটা ৮২। পেশেন্টের সংস্পর্শে বা হাসপাতালে ছিল ৮২ জন। তাদের মধ্যে ২ জনের সিমটম দেখা দিয়েছিল। একজন হাউস স্টাফ। তাঁর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। উনি এখন বেলেঘাটা আইডিতে ভর্তি আছেন। আজকে ভাল আছেন। এছাড়া, যে নার্সিং স্টাফের একটু সিমটম দেখা দিয়েছিল তিনিও এখন ভাল আছেন।’’
advertisement
তিনি বলেন, ‘‘কোয়ারেন্টাইনে রয়েছেন মানে যে দুজন নিপা ভাইরাস আক্রান্ত, তেমনটা নয়। তাঁরা পেশেন্টের ট্রিটমেন্টের সময় এক্সপোজ হয়েছেন মানে ক্লোজ কন্টাক্টে ছিলেন। আমাদের যারা ক্লোজ কনটাক্টে ছিল যেমন অ্যাম্বুল্যান্সে বা ট্রিটমেন্টের সময় ছিল, আমরা তাঁদের একটা লিস্ট তৈরি করে স্যাম্পেল টেস্টিংয়ের জন্য পাঠাচ্ছি। কালকে ১৪ টা স্যাম্পেল গিয়েছিল। আজকে ২০-২২ টি স্যাম্পেল যাওয়ার কথা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে।’’
advertisement
এরই মধ্যে নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই এক রোগীর এই হাসপাতালে চিকিৎসা হয়েছে, যিনি নিপা ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়েছে। এরপর আরও রোগী এলে তাদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে। তবে এখনও রাজ্য স্বাস্থ্য দফতর থেকে তেমন কোনও নির্দেশ আসেনি। নির্দেশ এলে গাইড লাইন মেনে পরিকাঠামো তৈরি রাখা হবে বলে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
advertisement
সন্দেহ করা হচ্ছে, নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘোঘরাগাছি গ্রাম নিপার উৎস৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই গ্রাম থেকেই ছড়িয়েছে এই মারণ ভাইরাস৷ কল্যাণী এইমস-এর পক্ষ থেকে বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে৷ সেখানেই এই আশঙ্কার কথা প্রকাশ করা হয়েছে৷ সীমান্তের অপর পারে বাংলাদেশের চুয়াডাঙা এবং কিছুটা দূরেই কুষ্টিয়া৷ গত বেশ কিছুদিন ধরেই এই এলাকাগুলোতে নিপার বাড়বাড়ন্ত৷ ইনফ্রা রেড ক্যামেরায় ধরা পড়েছে এই এলাকায় বাদুরের খেজুরের রস খাওয়ার ঘটনা৷ গত মাসের ১৫ ডিসেম্বর বারাসতের বেসরকারি হাসপাতালের নিপা আক্রান্ত নার্স পারিবারিক বিয়ের অনুষ্ঠানের যোগ দিতে যান সীমান্তঘেঁষা এই ঘোঘরাগাছি গ্রামে গিয়েছিল৷ আশঙ্কা করা হচ্ছে ওখানেই কাঁচা খেজুরের রস পান করেন এই নার্স৷





