West Bengal News: নিখোঁজ গৃহবধূর দেহ মিলল পুকুরে! দাঁতনে ভয়াবহ ঘটনা, সকলের নিশানায় শ্বশুরবাড়ি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: নিখোঁজ গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়েছে।
শঙ্কর রাই, দাঁতন: দাঁতনে নিখোঁজ গৃহবধূর দেহ পুকুর থেকে উদ্ধার করল পুলিশ! পুকুরে লাগাতার তল্লাশির পর মকর সংক্রান্তির সকালে ভেসে উঠল যুবতীর দেহ। রবিবার থেকে যুবতীর নিখোঁজের ঘটনায় অন্যরকম রহস্য দানা বাঁধছিল। এদিন দেহ উদ্ধারের পর খুনের তত্ত্ব সামনে আসছে।
advertisement
গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন দাঁতনের আঙ্গুয়া পঞ্চায়েতের মালপাড়া গ্রামের গৃহবধূ গোপা ঘোষ। রবিবার সকালে হাসিমপুর এলাকার একটি পুকুর পাড়ে ওই মহিলার জুতো ও টর্চ উদ্ধারের পর থেকেই ঘনীভূত হচ্ছিল রহস্য। রবিবার, সোমবার, মঙ্গলবার তিন’দিন ধরে সিভিল ডিফেন্সের কর্মীরা পুকুরে তল্লাশি চালিয়েও ওই গৃহবধূর দেহ পাননি। তবে সোমবার তল্লাশির সময় পুকুর থেকে একটি চাদর উদ্ধার হয়েছিল, যাতে বেশ কয়েকটি ইট বাঁধা ছিল। আর বুধবার পুকুরে গৃহবধূর মৃতদেহ ভেসে উঠল।
advertisement
advertisement
এই ঘটনা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়েছে। পরিবার সূত্রে খবর, প্রায় ছ’বছর আগে মালপাড়ার যুবক মিলন ঘোষের সঙ্গে ভালোবেসে বিয়ে হয়েছিল মুয়ারুই এলাকার গোপা ঘোষের। তাঁদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। গোপার বাবা গোলোক ঘোষের দাবি ছিল তার মেয়েকে কোনও কারনে খুন করা হয়েছে। দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে পারিবারিক অশান্তি চলছিল বলেই জানিয়েছিলেন তিনি।
advertisement
এদিকে, ঘটনার পর থেকেই মহিলার স্বামী পলাতক। পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধুর শ্বশুর ও শাশুড়িকে আটক করে রেখেছে। চলছে জিজ্ঞাসাবাদ। শুক্রবার রাতে বাড়ি থেকে বেরোনোর পর আর না ফেরায় রবিবার থেকে শুরু হয় তল্লাশি। পুকুর থেকে ইট বাঁধা চাদর মেলায় পুলিশের সন্দেহ আরও বেড়েছিল। বুধবার সাত সকালে ওই পুকুরেই মৃতদেহ ভেসে উঠলে খবর পেয়ে দাঁতন থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠাচ্ছে পুলিশ। ঘটনার পর খুনের তত্ত্ব সামনে থাকতে পারে বলে সন্দেহ এলাকাবাসীর।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 14, 2026 5:33 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal News: নিখোঁজ গৃহবধূর দেহ মিলল পুকুরে! দাঁতনে ভয়াবহ ঘটনা, সকলের নিশানায় শ্বশুরবাড়ি









