Hooghly News: কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে একটুকরো শান্তিনিকেতন... এই শীতে কম টাকায় ঘুরে আসুন
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
হুগলির কোন্নগরে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। সবুজে ঘেরা গঙ্গা তীরবর্তী ঠাকুরবাড়ি মন কেড়েছে ভ্রমণ পিপাসুদের।
হুগলি: শীত পড়তেই ভ্রমণ পিপাসু বাঙালি বেরিয়ে পড়েন ঘুরতে। শীতের মিঠে দুপুরের রোদে একটুকরো শান্তিনিকেতন ঘুরে আসতে চাইলে এখন আর বোলপুর আসতে হবে না। সেই আমেজ পেয়ে যাবেন হুগলির কোন্নগরে। হুগলির কোন্নগরে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। সবুজে ঘেরা গঙ্গা তীরবর্তী ঠাকুর বাড়ি মন কেড়েছে ভ্রমণ পিপাসুদের।
জিটি রোডের উপর কোন্নগর ধারসার কাছে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। ২০২০ সালে হেরিটেজ তকমা পাওয়ার পর থেকে কোন্নগর পৌরসভার উদ্যোগে ভ্রমণ কেন্দ্র হিসেবে তৈরি করা হয়েছে এই বাগানবাড়িটিকে। বাগান বাড়ির ভেতরে প্রবেশ করলেই পাখিদের কলতান নদীর বয়ে যাওয়ার শব্দ ও সবুজ গাছ-গাছালি ভ্রমণপিপাসু বাঙালিকে শান্তিনিকেতনের কথা মনে করিয়ে দেয়।
advertisement
এই বাগানবাড়ি অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটে। একই সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব কেটেছে এই বাগান বাড়িতেই। কবিগুরুর বেশ কিছু রচনায় এই বাগানবাড়ির উল্লেখ রয়েছে। এখানে এসে যেমন মানুষের মন শান্ত হয়ে যায় তেমনি নস্টালজিক হয়ে পড়েন তারা।
advertisement
এই বিষয়ে এখানে আসা এক পর্যটক তিনি জানান, শহর কলকাতার কাছে অল্প সময়ে নিরিবিলিতে সময় কাটানোর এক অন্যতম জায়গা হল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তারা কাজের ফাঁকে বা অবসর সময়ে যখনই সময় পান তখনই তারা ঘুরতে চলে আসে না এই বাগানবাড়িতে কারণ এখানে এলে নাকি তাদের মন ভালো হয়ে যায়।
advertisement
কীভাবে আসবেন এই বাগান বাড়িতে
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2023 6:59 PM IST