West Bengal News: পুকুরে ওটা কী ভাসছে! মর্নিং ওয়াকে বেরিয়ে এলাকার মানুষজন দেখল, পুকুরে ভাসছে পাড়ার অভিজিৎ! ভয়াবহ কাণ্ড বারাসাতে

Last Updated:

West Bengal News: বারাসতের বনমালীপুর এলাকায় একটি পুকুর থেকে ওই দেহ উদ্ধার হয়। মর্নিং ওয়াক করতে গিয়ে নিখোঁজ হয়ে যান ওই যুবক।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
জিয়াউল আলম, বারাসাত: বারাসাতের বনমালীপুরের একটি পুকুর থেকে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে। এলাকার মানুষজন সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে তা দেখেন। পরিবার সূত্রে খবর, নিখোঁজ ছিলেন ওই যুবক। আর তারপরই বাড়ি থেকে কিছুটা দূরেই পুকুরে মিলল দেহ। এরপর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বারাসতের বনমালীপুর এলাকায় একটি পুকুর থেকে ওই দেহ উদ্ধার হয়। মর্নিং ওয়াক করতে গিয়ে নিখোঁজ হয়ে যান ওই যুবক। জানা গিয়েছে, ওই যুবকের নাম অভিজিৎ সরকার। ভোর চারটে নাগাদ বেরিয়ে যান বাড়ি থেকে। পরিবারের লোক তাকে খুঁজতে বেরিয়ে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করবে বলে জানায়।
পরবর্তী সময়ে এলাকার মানুষজন দেখেন, পুকুরে ভাসছে এক যুবকের মৃতদেহ। পাড়ার লোকজন এরপরে ওর বাড়ির লোককে খবর দেয়। বাড়িতে বয়স্ক বৃদ্ধা মা ও বাবা রয়েছেন। তাঁরা ছেলের মৃত্যুর খবর পেয়েই অসুস্থ হয়ে পড়েন। এরপরে বারাসাত থানায় খবর দেওয়া হয়। আত্মহত্যা না অন্য কোনও কারণে মৃত্যু, তদন্ত করে দেখছে বারাসাত থানার পুলিশ।
advertisement
advertisement
এদিকে, জলপাইগুড়ি শহরে রাতের অন্ধকারে গুলি। সমাজ পাড়ার বাসিন্দা দুই ব্যবসায়ীর বাড়ি ও গাড়ি লক্ষ্য করে গুলি। রাতে বাজি ফাটছে ভেবে বাসিন্দারা আমল না দিলেও সকালে বাড়ির দরজা, গাড়ির কাঁচে গুলির ক্ষত ধরা পড়তেই আতঙ্ক ছড়ায়। বাসিন্দাদের দাবি, রাত ১২টার পর বেশ কিছুক্ষণ বাজির শব্দ পান তারা। এরমধ্যে যে গুলি চলছে, তা স্পষ্ট হয় সকালে। মনে করা হচ্ছে কোনও উঁচু জায়গা থেকে পর পর দু রাউন্ড গুলি চালানো হয়েছে। যার একটি লাগে রাস্তার পাশে রাখা ব্যবসায়ী রাম প্রসাদের গাড়ি আর একটি ব্যবসায়ী তন্ময় চক্রবর্তীর বাড়ির দরজায়। কারা কী উদ্দেশ্য নিয়ে গুলি চালিয়েছে, স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal News: পুকুরে ওটা কী ভাসছে! মর্নিং ওয়াকে বেরিয়ে এলাকার মানুষজন দেখল, পুকুরে ভাসছে পাড়ার অভিজিৎ! ভয়াবহ কাণ্ড বারাসাতে
Next Article
advertisement
West Bengal Weather Update: জাঁকিয়ে শীতের দোসর ঘন কুয়াশা, তবে চলতি সপ্তাহেই শীতের আমেজ শেষ, রাজ্যে ঠান্ডা কমবে কবে? জেনে নিন
জাঁকিয়ে শীতের দোসর ঘন কুয়াশা, তবে চলতি সপ্তাহেই শীতের আমেজ শেষ, রাজ্যে ঠান্ডা কমবে কবে?
  • জাঁকিয়ে শীতের দোসর ঘন কুয়াশা

  • তবে চলতি সপ্তাহেই শীতের আমেজ শেষ

  • আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, সঙ্গে রয়েছে কুয়াশার সতর্কতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement