এদিন গাছের উঁচু ডালে উঠে এই কাজ করার সময় আচমকা হাত ফসকে নিচে পড়ে যান বলে অনুমান স্থানীয়দের। এলাকাবাসী দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, আসারফ দীর্ঘদিন ধরেই পোকা লাগা গাছের ডাল সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো এদিনও সেই কাজ করতেই বেরিয়েছিলেন তিনি। কিন্তু মুহূর্তের মধ্যে ঘটে যায় অঘটন। এই ঘটনায় তরণীপুর পাড় পাড়ার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবেশীদের কথায়, “খুব পরিশ্রমী মানুষ ছিলেন আসারফ। প্রতিদিন সকালে কাজ করতে বেরোতেন। কে জানত আজই তাঁর শেষ দিন হবে!” স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। গ্রামের মানুষেরা জানান, এই দুর্ঘটনা শুধু এক পরিবারের নয়, পুরো এলাকার জন্যই এক গভীর বেদনা ও শূন্যতার কারণ হয়ে দাঁড়িয়েছে।






