মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা মদনমোহন হাতে দেশের জাতীয় পতাকা এবং পিঠে শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের এক হওয়ার আহ্বান জানান ব্যানার নিয়ে একাই শুরু করেছেন এই পদযাত্রা। যশোর রোড ধরে পায়ে হেঁটে তিনি পৌঁছতে চাইছেন ভারত–বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলে। তাঁর একটাই দাবি- হিংসার পথ ছেড়ে শান্তির পথে চলুক দুই দেশের মানুষ, বজায় থাকুক সৌহার্দ্য ও সুসম্পর্ক।
advertisement
আরও পড়ুন: বর্ষশেষে আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক! অধ্যাপক পেলেন বিশেষ সম্মান, গর্বে বুক ভরছে সবার
উত্তর ২৪ পরগনার বাসিন্দা মদনমোহনের কথায়, “বাংলাদেশে যে হিংসা ও অশান্তি চলছে, তা যেন কোনওভাবেই এদেশে ছড়িয়ে না পড়ে। দুই বাংলার সাধারণ মানুষ শান্তিতে থাকুক, মিলেমিশে এগিয়ে যাক- এই কামনাই আমার।” শারীরিক একাধিক সমস্যা থাকা সত্ত্বেও এই বার্তা পৌঁছে দিতেই তিনি দীর্ঘ পথ হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। পথ চলতি মানুষজন প্রবীণের এই সাহসী ও মানবিক উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দেশভাগের সময় বাংলাদেশ থেকে ভারতে চলে আসা বহু উদ্বাস্তু মানুষও তাঁর সঙ্গে কথা বলে তাঁকে সাহস ও সমর্থন জোগাচ্ছেন। তাঁদের মতে, ছিন্নমূল মানুষের যন্ত্রণা ও শান্তির আকাঙ্ক্ষা বহন করছে এই পদযাত্রা। হিংসার বদলে শান্তির বার্তা নিয়ে এক প্রবীণের এই একক উদ্যোগ কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে। তবে মানবতা ও সম্প্রীতির পক্ষে এমন পদক্ষেপ ইতিমধ্যেই মানুষের মনে গভীর ছাপ ফেলেছে।





