স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি সীমান্তের দিকে এগোচ্ছিল, সেই সময় হঠাৎই ট্রাকের পিছন দিক থেকে ধোঁয়া ও আগুনের ফুলকি দেখা যায়। সঙ্গে সঙ্গে চালক ট্রাকটি থামিয়ে দেন। আগুনের তীব্রতা বাড়ার আগেই স্থানীয় বাসিন্দারা জল ও বালতি নিয়ে নেমে পড়েন আগুন নিবারণে।
advertisement
জ্বলছে তুলো বোঝাই ট্রাক
স্থানীয়রা খবর দেয় বসিরহাট থানা ও দমকল বাহিনীকে। খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দমকলের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। সীমান্ত এলাকায় এই ঘটনার জেরে পন্যবাহী যান চলাচল বেশ কিছুক্ষণ ধরে ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। শর্ট সার্কিট বা ট্রাকের ঘর্ষণের ফলেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান দমকলের। সংশ্লিষ্ট দমকল ও পুলিশ বিভাগ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। পাশাপাশি সীমান্তে মালবাহী ট্রাকগুলির নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।






