Kanchrapara Fire: ভরসন্ধ্যায় কাঁচরাপাড়ায় গৃহস্থের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই পরপর ২টি বাসস্থান, ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস স্থানীয় কাউন্সিলের

Last Updated:

North 24 Parganas Kanchrapara Fire: মঙ্গলবার সন্ধ্যায় কাঁচরাপাড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ধরমবীর কলোনিতে ঘটে গেল সাংঘাতিক অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে ভস্মীভূত পাশাপাশি দুটি বাড়ি।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কাঁচরাপাড়া, উত্তর ২৪ পরগনা, অরুণ ঘোষ: কাঁচরাপাড়া ধরমবীর কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গেল দুটি বাড়ি। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ধরমবীর কলোনিতে মঙ্গলবার সন্ধ্যায় ঘটে গেল সাংঘাতিক অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে ভস্মীভূত দুটি বাড়ি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা সমীর দাস ও রীনা দাসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি দু’টি বাড়িতেই। মুহূর্তেই সব শেষ। চোখের সামনে ছাই হয়ে যায় সর্বস্ব।
আরও পড়ুনঃ দিল্লির জাতীয় মঞ্চে সাঁওতালি কবিতা পাঠ! সর্বভাষা কবি সম্মেলনে সেরা ২৩-এ ঠাঁই, বীরভূমের গর্ব শিক্ষক শিবু সরেন
প্রতিবেশীরা আতঙ্কের মধ্যেও সাহসিকতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খাল থেকে জল তুলে এনে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর একটি ইঞ্জিন। বীজপুর থানার পুলিশ ও বিদ্যুৎ দফতরের কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামলায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বইপ্রেমীদের জন্য দারুণ সুযোগ! বর্ধমানে শুরু ৪৮’তম বইমেলা, দুষ্প্রাপ্য বইয়ের সম্ভার, কীভাবে যাবেন রইল রুটম্যাপ
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর সোনালী সিংহ রায়। তিনি ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন। এদিনের আগুন লাগার ঘটনায় সৌভাগ্যবশত কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে দুই পরিবার প্রায় সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kanchrapara Fire: ভরসন্ধ্যায় কাঁচরাপাড়ায় গৃহস্থের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই পরপর ২টি বাসস্থান, ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস স্থানীয় কাউন্সিলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
  • ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে

  • কতটা নামবে পারদ?

  • সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
advertisement