পুজোর দিনগুলিতে ভিড় উপচে পড়ছে মণ্ডপ চত্বরে। রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন থিম পুজোর প্রতিযোগিতা তুঙ্গে, তখন পূর্বাচল সার্বজনীনের এই প্রয়াস যেন মনে করিয়ে দিচ্ছে পুরনো দিনের সেই পুজোর স্বাদ। স্থানীয়রা জানিয়েছেন, সাবেকি রূপে পুজো দেখার আনন্দ আলাদা। এখানে কোনো অতিরিক্ত চাকচিক্য নেই, বরং ঐতিহ্যের সৌন্দর্যই মূল আকর্ষণ, মত এক দর্শনার্থীর।
advertisement
আরও পড়ুন: দার্জিলিংয়ে দুর্গাপুজোয় আলাদা মাত্রা এনে দিলেন ‘ওঁরা’! ‘আগে কখনও দেখেনি’ বলছেন সবাই
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুজোর দিনগুলিতে পাড়ার সকলে একত্রিত হয়ে চলে উৎসব পালন। উদ্যোক্তাদের দাবি, নতুন প্রজন্মকে বাংলার শিকড় ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করতেই এ বছরের এই উদ্যোগ। তাদের আশা, আগামী দিনে এই ধারার পুজো অন্য ক্লাবগুলোকেও অনুপ্রাণিত করবে। সকাল থেকে রাত এখন এই পুজোকে ঘিরেই মেতে এলাকার সকলে।