বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে পরিবেশ, বিজ্ঞান, ইতিহাস-ভূগোল সহ নানা বিষয়ে সচেতনতামূলক মডেল ও হাতের কাজ তুলে ধরে পড়ুয়ারা। গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস এফেক্ট, পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার সহ জলবায়ু পরিবর্তনের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে পড়ুয়াদের তৈরি প্রজেক্ট নজর কাড়ে দর্শকদের। প্রদর্শনী ঘিরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহ-শিক্ষিকা এবং অভিভাবকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মত।
advertisement
বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এই ধরনের কর্মসূচির মূল লক্ষ্য হল পড়ুয়াদের মোবাইল ফোনের প্রতি আসক্তি কমিয়ে শিক্ষার প্রতি মনোনিবেশ করানো। শিশুদের নিজে হাতে কিছু তৈরি করার মধ্য দিয়ে একদিকে যেমন তাদের সৃজনশীলতা বাড়বে, তেমনি অন্যদিকে বিভিন্ন বিষয়ে বাস্তব ধারণাও তৈরি হবে। বিদ্যালয়ের শিক্ষিকারা জানান, এর আগে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল, এবার করা হল মডেল প্রদর্শনী। শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ ও একাগ্রতা বাড়াতে আগামী দিনেও এই ধরনের উদ্যোগ নেওয়া হবে স্কুলের তরফে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিভাবকরাও স্কুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এই ধরনের প্রকল্পভিত্তিক শিক্ষা শুধু বইয়ের বাইরে নতুন কিছু শেখার সুযোগই দেয় না, বরং শিশুদের মধ্যে আত্মবিশ্বাস এবং দলগত কাজের অভ্যাসও গড়ে তোলে। বিদ্যালয় চত্বরে এদিনের এই প্রদর্শনী ঘিরে উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায় প্রাথমিকের ছাত্র-ছাত্রীদের মধ্যে।
Rudra Narayan Roy





