TRENDING:

Summer Camp Model Exhibition: গরমের ছুটিতে খুদেদের মডেল বানাতে দিয়েছিল স্কুল! যা সব তৈরি করল, অবাক হয়ে ফ্যালফ্যাল করে দেখল সবাই

Last Updated:

খুদে পড়ুয়াদের তৈরি সামার ক্যাম্পের মডেল অবাক করল সকলকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: নববারাকপুরে খুদে পড়ুয়াদের সামার ক্যাম্পে মডেল প্রদর্শনীর মধ্যে দিয়েই তুলে ধরা হল পরিবেশ সংক্রান্ত নানা সচেতনতা বার্তা। নববারাকপুর কালীবাড়ি রোডে অবস্থিত আহারামপুর জিএসএফপি স্কুল নম্বর একের চতুর্থ শ্রেণির খুদে পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী সামার ক্যাম্প ও এই মডেল প্রদর্শনী। সরকারি নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় গরমের ছুটির দীর্ঘ সময়কে গঠনমূলকভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে।
advertisement

বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে পরিবেশ, বিজ্ঞান, ইতিহাস-ভূগোল সহ নানা বিষয়ে সচেতনতামূলক মডেল ও হাতের কাজ তুলে ধরে পড়ুয়ারা। গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস এফেক্ট, পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার সহ জলবায়ু পরিবর্তনের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে পড়ুয়াদের তৈরি প্রজেক্ট নজর কাড়ে দর্শকদের। প্রদর্শনী ঘিরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহ-শিক্ষিকা এবং অভিভাবকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মত।

advertisement

আরও পড়ুন: দিঘায় জগন্নাথ মন্দির আলাদা প্রাণ এনে দিল কামারহাটিতে! জানান দিচ্ছে মদন মিত্রের এলাকার কলস যাত্রার তাক লাগানো সব ছবি

বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এই ধরনের কর্মসূচির মূল লক্ষ্য হল পড়ুয়াদের মোবাইল ফোনের প্রতি আসক্তি কমিয়ে শিক্ষার প্রতি মনোনিবেশ করানো। শিশুদের নিজে হাতে কিছু তৈরি করার মধ্য দিয়ে একদিকে যেমন তাদের সৃজনশীলতা বাড়বে, তেমনি অন্যদিকে বিভিন্ন বিষয়ে বাস্তব ধারণাও তৈরি হবে। বিদ্যালয়ের শিক্ষিকারা জানান, এর আগে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল, এবার করা হল মডেল প্রদর্শনী। শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ ও একাগ্রতা বাড়াতে আগামী দিনেও এই ধরনের উদ্যোগ নেওয়া হবে স্কুলের তরফে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অভিভাবকরাও স্কুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এই ধরনের প্রকল্পভিত্তিক শিক্ষা শুধু বইয়ের বাইরে নতুন কিছু শেখার সুযোগই দেয় না, বরং শিশুদের মধ্যে আত্মবিশ্বাস এবং দলগত কাজের অভ্যাসও গড়ে তোলে। বিদ্যালয় চত্বরে এদিনের এই প্রদর্শনী ঘিরে উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায় প্রাথমিকের ছাত্র-ছাত্রীদের মধ্যে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু রাজ্য হস্তশিল্প মেলা! এবারের বিশেষ আকর্ষণ ডোকরার গয়না
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Summer Camp Model Exhibition: গরমের ছুটিতে খুদেদের মডেল বানাতে দিয়েছিল স্কুল! যা সব তৈরি করল, অবাক হয়ে ফ্যালফ্যাল করে দেখল সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল