TRENDING:

Nadia Buri Maa: কেজি কেজি সোনার গয়নায় সেজে উঠলেন কৃষ্ণনগরের রানী বুড়িমা, দেখুন সেই ভিডিও

Last Updated:

বুড়িমাকে সাজানো হল বুধবার সন্ধ্যায়, কেজি কেজি সোনার অলঙ্কার দিয়ে। মাকে অলংকার পড়ানোর এই দৃশ্য দেখতে বহু ভক্তরা ভিড় জমান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণনগর, নদিয়া: প্রতিবছর অক্টোবরের শেষের দিকে কৃষ্ণনগর শহর সেজে ওঠে উৎসবের আলোয়। এখানকার বিখ্যাত ‘বুড়িমা’র পুজো এবারও ভক্তদের আবেগ ও উচ্ছ্বাসে শুরু হয়েছে। শতাব্দী প্রাচীন এই পুজোকে ঘিরে শহরের রাস্তা, রাজবাড়ি ও চাষাপাড়া এলাকায় ভক্তদের সমাগম চোখে পড়ার মতো। তাঁদের বিশ্বাস, বুড়িমার কাছে কিছু চাইলে তিনি নাকি ফিরিয়ে দেন না, আর সেই আশায় প্রতি বছর হাজার হাজার ভক্ত পুজো দিতে আসে।
advertisement

কথিত আছে, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে শহরে বুড়িমার পুজো শুরু হয়েছিল। তবে এর আগে বাংলায় দেবীর পুজো হত কি না, তা নিয়ে রয়েছে কিছু দ্বিমত। চাষাপাড়ার বুড়িমার পুজোর শুরু বহু বছর আগেই। অনেকের মতে, রাজা স্বপ্নাদেশ পেয়ে চাষাপাড়ার লেঠেলদের পুজোর দায়িত্ব দেন। আবার কেউ বলেন, রাজা চাইতেন দেবীর পুজো রাজবাড়ির বাইরে ছড়িয়ে পড়ুক। পুজোর শুরু নিয়ে মত ভিন্ন হলেও ভক্তদের বিশ্বাসে বুড়িমার মাহাত্ম্য অটুট।

advertisement

আরও পড়ুনPanta Bhat for Gut Health: এত বড়লোক হয়েও বলিউড স্টার খান পান্তা ভাত! যুগ যুগ ধরে পেট সাফ রাখার আসল সিক্রেট, চিরদিনের মতো গায়েব হবে কোষ্ঠকাঠিন্য

বুড়িমাকে সাজানো হল বুধবার সন্ধ্যায়, কেজি কেজি সোনার অলঙ্কার দিয়ে। মাকে অলংকার পড়ানোর এই দৃশ্য দেখতে বহু ভক্তরা ভিড় জমান। এই সোনার গহনা পড়েই মায়ের পুজো হওয়ার পর বুড়িমাকে কাঁধে তুলে বেহারারা নিয়ে যাবেন কৃষ্ণনগর কদমতলা ঘাটে। সেখানে গিয়েই মায়ের গয়না খোলা হবে বিসর্জনের আগের মুহূর্তে। এবং পুনরায় সেই গহনা কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে চলে যাবে নির্দিষ্ট স্থানে। পরের বছর আবার একইভাবে গয়না পড়ানোর এই রীতি চলতে থাকবে।

advertisement

View More

আরও পড়ুনArijit Singh Restaurant: গায়ক অরিজিৎ সিংয়ের পারিবারিক রেস্টুরেন্ট ‘হেঁশেল’! ৪০টাকায় সস্তার সুস্বাদু খাবার পাবেন সকলে

শতাব্দীর এই ধারাবাহিক উৎসব, ভক্তদের আবেগ, ভক্তি ও জমজমাট পরিবেশ চাষাপাড়ার বুড়িমার পুজোকে বাঙালির হৃদয়ে অমর করে রেখেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
চোখের পলকে গায়েব সব টাকা? অনলাইনে জিনিস বুকিং করার আগে সাবধান, জানুন এই সিক্রেট নিয়ম
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia Buri Maa: কেজি কেজি সোনার গয়নায় সেজে উঠলেন কৃষ্ণনগরের রানী বুড়িমা, দেখুন সেই ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল