TRENDING:

Jagadhatri Puja: কালনায় শতবর্ষ প্রাচীন জগদ্ধাত্রী পুজো! অষ্টমীর রাতে বিরাট আয়োজন, সাংসদের হাতে উদ্বোধন, বস্ত্র বিতরণ

Last Updated:

Kalna Jagadhatri Puja: পূর্ব বর্ধমানের কালনা সেনপাড়া বারোয়ারি সার্বজনীন জগদ্ধাত্রী পুজা এই বছর ১০০ বছরে পা দিয়েছে। ১০০ বছর পূর্তি উপলক্ষে বুধবার রাতে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি। জেলায় জেলায় দারুণ জাঁকজমক করে হয় জগদ্ধাত্রী মায়ের আরাধনা। পূর্ব বর্ধমানের কালনা সেনপাড়া বারোয়ারি সার্বজনীন জগদ্ধাত্রী পুজা এই বছর ১০০ বছরে পা দিয়েছে। ১০০ বছর পূর্তি উপলক্ষে বুধবার রাতে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার।
কালনা সেনপাড়া বারোয়ারি সার্বজনীন জগদ্ধাত্রী পুজার ১০০ বছর পূর্তি
কালনা সেনপাড়া বারোয়ারি সার্বজনীন জগদ্ধাত্রী পুজার ১০০ বছর পূর্তি
advertisement

সেনপাড়া বারোয়ারি সমিতি ও প্রান্তিক ক্লাবের পরিচালনায় একশ বছর ধরে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে এখানে। এই বছর ১০০ বছর পূর্তি অবস্থানে অষ্টমীর রাতে সেখানে হাজির হন সাংসদ শার্মিলা সরকার। কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্ত, উপ-পৌরপতি তপন পড়েল, কাউন্সিলর অনিল বসু-সহ বিশিষ্ট জনেরাও হাজির ছিলেন এদিন।

আরও পড়ুনঃ মাতৃ রূপে মেয়ের পুজো! বাঁকুড়ার জঙ্গলমহলে প্রথমবার কুমারী পুজো, সাক্ষী থাকুন আপনিও

advertisement

সাংসদ শর্মিলা সরকারের হাত বস্ত্র বিতরণ

সাংসদ এদিন বলেন, ‘এই পুজোতে আসতে পেরে খুবই ভাল লাগছে। এলাকার সকল মানুষ পুজো উপলক্ষে একত্রিত হয়েছেন দেখে আরও ভাল লাগছে। আমি চাই এই পুজো ১০০ বছর নয় ২০০ বছর চলুক এমনই প্রার্থনা করি দেবীর কাছে’।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখের পলকে গায়েব সব টাকা? অনলাইনে জিনিস বুকিং করার আগে সাবধান, জানুন এই সিক্রেট নিয়ম
আরও দেখুন

জগদ্ধাত্রী পুজার ১০০ বছর পূর্তি উপলক্ষে এদিন ১০০ জন দুঃস্থকে শীতবস্ত্র দান করা হয় এই বারোয়ারি পুজো কমিটির পক্ষ থেকে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja: কালনায় শতবর্ষ প্রাচীন জগদ্ধাত্রী পুজো! অষ্টমীর রাতে বিরাট আয়োজন, সাংসদের হাতে উদ্বোধন, বস্ত্র বিতরণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল