Bankura: মাতৃ রূপে মেয়ের পুজো! বাঁকুড়ার জঙ্গলমহলে প্রথমবার কুমারী পুজো, সাক্ষী থাকুন আপনিও
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Kumari Puja: বাঁকুড়ার জঙ্গলমহলে প্রথমবার কুমারী পুজো। রাইপুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মহাঅষ্টমীর দিন অনুষ্ঠিত হল কুমারী পুজো। মেয়েকে কুমারী রূপে পুজো হতে দেখে যথেষ্ট গর্বিত বাবা-মা।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: পুজো পুজো ভাইব রয়েছে এখনও, মানুষ যেন চাইছে না এই উৎসবের মরশুম চলে যাক। সেই চিত্র ধরা পড়ল বাঁকুড়ার জঙ্গলমহলেও। প্রত্যন্ত জঙ্গলমহলে এই বছরের নতুন সংযোজন এক বিরাট ধামাকা। মহাসমারোহে পালিত হল সেই রীতি। অবাক হলেন মানুষজন। রাইপুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মহাঅষ্টমীর দিন অনুষ্ঠিত হল কুমারী পুজো। যে কুমারী মেয়েটিকে মাতৃরূপে পুজো করা হল সে হল সিমলাপাল ব্লকের লক্ষী সাগরের বাসিন্দা। বাবার নাম জগন্নাথ চন্দ। মায়ের নাম চৈতালি চন্দ। কুমারী মা রূপে যাকে পুজো করা হল তার নাম হল শ্রীতমা চন্দ।
পুজো কমিটির সম্পাদক অশোক কুমার দে বলেন, ‘এটি আমাদের প্রত্যন্ত এলাকার এক নতুন সংযোজন। এই এলাকায় জগদ্ধাত্রী পুজো একটি। সেটি হয় রাইপুরে যা দীর্ঘ দিনের পুরানো, তাও পারিবারিক পুজো। সার্বজনীন জগদ্ধাত্রী পুজো এই বছরই প্রথম শুরু হল রাইপুর সবুজ সংঘ মাঠে’।
আরও পড়ুনঃ শীতে লোকালয়ে বাঘের হানা কমবে! সুন্দরবনের ৮৩ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ‘ফেন্সিং’, দেখুন সেই ঝলক
জগদ্ধাত্রী পুজো বাঁকুড়ার বিভিন্ন জায়গায় একটি মহা গুরুত্বপূর্ণ পুজো। জঙ্গলমহলের মানুষের মধ্যে জগদ্ধাত্রী পুজো নিয়ে যথেষ্ট উন্মাদনা থাকে। বিশেষ করে উন্মাদনা থাকে কুমারী পুজো নিয়ে। মেয়েকে কুমারী রূপে পুজো হতে দেখে যথেষ্ট গর্বিত বাবা-মা। তারা কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন। বাবা জগন্নাথ চন্দ্র বলেন, “কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই, এই প্রথমবার এমন অভিজ্ঞতার সাক্ষী থাকলাম। দারুণ ভাল লাগছে। মেয়েরা তো মায়েরই অংশ। মেয়েদেরকে এভাবেই দেখা উচিত।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুজো মানেই আনন্দ, দুর্গাপুজো থেকে শুরু, লক্ষীপুজো, কালীপুজো পেরিয়ে জগদ্ধাত্রী পুজো চলে এল। মানুষের মন চাইছে না এই পুজো পুজো ভাব ছাড়তে। সেই কারণে এখনও পুজোর নতুন জামাগুলো আয়রন করে ঘুরতে বের হচ্ছেন বাঁকুড়ার মানুষজন। আনন্দ করছেন জঙ্গলমহলের মানুষরাও। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কুমারী পুজো তার জ্বলন্ত উদাহরণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
October 30, 2025 11:26 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura: মাতৃ রূপে মেয়ের পুজো! বাঁকুড়ার জঙ্গলমহলে প্রথমবার কুমারী পুজো, সাক্ষী থাকুন আপনিও
