Kalash Yatra: দিঘায় জগন্নাথ মন্দির আলাদা প্রাণ এনে দিল কামারহাটিতে! জানান দিচ্ছে মদন মিত্রের এলাকার কলস যাত্রার তাক লাগানো সব ছবি

Last Updated:
কামারহাটি রথতলা জগন্নাথের স্নানের জন্য মদন মিত্রের বর্ণাঢ্য কলস যাত্রা
1/6
দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর শাসক দলের নেতাদের কাছে ২০২৫ সালের রথযাত্রার গুরুত্ব কয়েকগুণ বেড়ে গিয়েছে। রাজ্যের নানা প্রান্তের জগন্নাথ মন্দিরের সঙ্গে পাল্লা দিয়েই, আয়োজন আরমম্বরে কামারহাটি রথতলা এলাকার জগন্নাথ মন্দিরের রথযাত্রাকে আরও ছড়িয়ে দিতে এবার নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ
দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর শাসক দলের নেতাদের কাছে ২০২৫ সালের রথযাত্রার গুরুত্ব কয়েকগুণ বেড়ে গিয়েছে। রাজ্যের নানা প্রান্তের জগন্নাথ মন্দিরের সঙ্গে পাল্লা দিয়েই, আয়োজন আরমম্বরে কামারহাটি রথতলা এলাকার জগন্নাথ মন্দিরের রথযাত্রাকে আরও ছড়িয়ে দিতে এবার নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ।
advertisement
2/6
আর এই রথ যাত্রার মধ্যে দিয়েই এবার কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র ২০২৬ সালে কামারহাটি বিধানসভা কেন্দ্রের জনসংযোগের কাজ শুরু করলেন বলেও মনে করছেন রাজনৈতিক মহল
আর এই রথযাত্রার মধ্যে দিয়েই এবার কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র ২০২৬ সালে কামারহাটি বিধানসভা কেন্দ্রের জনসংযোগের কাজ শুরু করলেন বলেও মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
3/6
এবারের রথযাত্রার কে তাই সার্বজনীন উৎসবে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে উদ্যোগতাদের তরফে। এদিন বেলঘড়িয়া বাটা মোড় থেকে জগন্নাথ দেবের কলস যাত্রায় প্রায় কয়েক হাজার ভক্তরা সহ ছৌ নাচ, মহিলা ঢাকি, আদিবাসী নৃত্য শিল্পীদের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়
এবারের রথযাত্রাকে তাই সার্বজনীন উৎসবে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে উদ্যোগক্তাদের তরফে। এদিন বেলঘড়িয়া বাটা মোড় থেকে জগন্নাথ দেবের কলস যাত্রায় প্রায় কয়েক হাজার ভক্তরা সহ ছৌ নাচ, মহিলা ঢাকি, আদিবাসী নৃত্য শিল্পীদের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।
advertisement
4/6
এদিন বিধায়ক মদন মিত্র জানান, কলস যাত্রার মধ্যে দিয়েই জগন্নাথ দেবের পূর্ণ স্নানের প্রস্তুতি শুরু হচ্ছে। এদিন আরিয়াদয়ের মুক্তকেশীর ঘাট থেকে এই জল সংরক্ষণ করা হয়। প্রায় হাজার কলসি জল তোলা হয় বলেও জানান মদন মিত্র
এদিন বিধায়ক মদন মিত্র জানান, কলস যাত্রার মধ্যে দিয়েই জগন্নাথ দেবের পূর্ণ স্নানের প্রস্তুতি শুরু হচ্ছে। এদিন আরিয়াদয়ের মুক্তকেশীর ঘাট থেকে এই জল সংরক্ষণ করা হয়। প্রায় হাজার কলসি জল তোলা হয় বলেও জানান মদন মিত্র।
advertisement
5/6
এদিন বিরোধীদের কুৎসার রাজনীতির বিরুদ্ধে সরব হয়ে, শান্তি আনবে। বাংলা দেশের মধ্যেই জয় জগন্নাথ বলে শ্রেষ্ঠ রাজ্য হয় সেই আশাও প্রকাশ করেন এই বিধায়ক। এদিন মদন মিত্র কে দেখতেও বহু মানুষ ভিড় জমান রাস্তার দু ধারে
এদিন বিরোধীদের কুৎসার রাজনীতির বিরুদ্ধে সরব হয়ে, শান্তি আনবে। বাংলা দেশের মধ্যেই শ্রেষ্ঠ রাজ্য হয় সেই আশাও প্রকাশ করেন এই বিধায়ক। এদিন মদন মিত্রকে দেখতেও বহু মানুষ ভিড় জমান রাস্তার দু'ধারে।
advertisement
6/6
নাম সংকীর্তন থেকে ডিজে মিউজিক কালারফুল বয় মদন ঘনিষ্ঠ কামারহাটি রথ তলা জগন্নাথ মন্দিরের কলস যাত্রা যেন এদিন নজর কাড়ল সকলের
নাম সংকীর্তন থেকে ডিজে মিউজিক কালারফুল বয় মদন ঘনিষ্ঠ কামারহাটি রথতলা জগন্নাথ মন্দিরের কলস যাত্রা যেন এদিন নজর কাড়লেন সকলের।
advertisement
advertisement
advertisement