লিচু চাষের উপর নির্ভরশীল নদিয়ার শান্তিপুর, কৃষ্ণগঞ্জ, মাজদিয়া-সহ বিভিন্ন অঞ্চলের কৃষকরা। এবার বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। বাগান লিজ নিয়ে চাষ করলেও ফলন কম হওয়ায় ঋণ পরিশোধে সমস্যায় পড়ছেন। ফলে লিচুর দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
বিশেষজ্ঞদের মতে, লিচু চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু প্রয়োজন। সাধারণত বছরে ১২৫ সেমির বেশি বৃষ্টিপাত হলে সেচের প্রয়োজন হয় না। কিন্তু এ’বছর একেবারে প্রথমদিকে বৃষ্টির অভাবে সেচ দিয়েও লিচুর ফলন স্বাভাবিক রাখা যায়নি।
advertisement
সরকারি সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের সচেতন করে তুলতে হবে, যাতে তাঁরা ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হন। সার্বিকভাবে, নদিয়ায় এবছর লিচুর ফলন কম হওয়ায় কৃষকরা আর্থিক সংকটে পড়েছেন। আবহাওয়ার তারতম্য ও বৃষ্টির অভাবই এর প্রধান কারণ। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য কৃষকদের আধুনিক প্রযুক্তি ও সরকারি সহায়তা প্রয়োজন।
Mainak Debnath





