এরপর বাসস্ট্যান্ডে পরিতোষ বিশ্বাসের চোখে পড়ে ওই ব্যাগটি। প্রথমে সন্দেহজনক বস্তু ভেবে তিনি তা খুলে দেখেননি। কিন্তু এরপর দীর্ঘক্ষণ ব্যাগের মালিককে খুঁজে না পেয়ে ব্যাগ খুলে তিনি দেখেন, ব্যাগের মধ্যে রয়েছে কিছু টাকা পয়সা, সোনার গয়না এবং জরুরি নথিপত্র! সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ব্যাগটি তুলে দেন করিমপুর থানার আইসি সেকান্দার আলমের হাতে। পুলিশ ব্যাগ খুলে তাতে থাকা ভোটার কার্ড ও আধার কার্ড দেখে মালিকদের সঙ্গে যোগাযোগ করে থানায় আসার অনুরোধ জানায়। দম্পতি থানায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রমাণ দেখিয়ে ব্যাগটি ফেরত পান।
advertisement
আরও পড়ুন: ‘খেলা’ দেখালেন লাভলী মৈত্র! বিজেপি ছাড়লেন বড় নেতা, যোগ তৃণমূলে! জানেন কে সেই নেতা? নাম শুনে চমকে উঠবেন
ব্যাগে থাকা টাকা-পয়সা ও সোনার গয়না অক্ষত অবস্থায় ফিরে পেয়ে খুশিতে আপ্লুত বাচ্চু ও পূজা। তাঁরা জানান, ব্যাগটি ফেরত পাওয়ার আশা তাঁরা প্রায় ছেড়েই দিয়েছিলেন। ঘটনাটির পর করিমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পরিতোষ বিশ্বাসের সততা ও দায়িত্ববোধের প্রশংসা করে তাঁকে পুরস্কৃত করেন। এলাকার মানুষও তাঁর এই মানবিকতার জন্য তাঁকে অভিনন্দন জানান।