TMC Joining: বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল! বিজেপি ছাড়লেন বড় নেতা, যোগ তৃণমূলে! জানেন কে সেই নেতা? নাম শুনে চমকে উঠবেন

Last Updated:

TMC Joining: ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র, ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী।

কে যোগ দিল তৃণমূলে?
কে যোগ দিল তৃণমূলে?
সোনারপুর: বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়ে গিয়েছে দলবদলের খেলাএবার সোনারপুরে হল রাজনৈতিক পালাবদলপ্রতাপনগর পঞ্চায়েতের বিজেপি সদস্য কার্তিক সরদার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। রবিবার রাজপুর রবীন্দ্রভবনে আয়োজিত বিজয়া সম্মিলনী মঞ্চে তাকে হাতে দলীয় পতাকা তুলে স্বাগত জানান তৃণমূলের নেতৃবৃন্দ
advertisement
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র, ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস এবং সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিক সহ দলের একাধিক জনপ্রতিনিধি ও কর্মী।
advertisement
advertisement
এই যোগদানের পর বিধায়ক লাভলী মৈত্র বলেন, “তৃণমূল শক্তিশালী কারণ দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পথ দেখান।” অন্যদিকে, সদ্য শাসকদলে যোগদানকারী কার্তিক সরদার বলেন, “এলাকার উন্নয়নের স্বার্থে আমি তৃণমূলেই বেশি ভরসা পাচ্ছি।”
advertisement
বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে ডাকাবুকো এই বিজেপি নেতার ঘাসফুল শিবিরে যোগ দেওয়াটা রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন এলাকার অনেকেই। এমনিতেই দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর, বারুইপুর-সহ এই এলাকাটি শাসকদলের খাসতালুক বলেই পরিচিত। সেখানেই এবার দল ভাঙল বিজেপির
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Joining: বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল! বিজেপি ছাড়লেন বড় নেতা, যোগ তৃণমূলে! জানেন কে সেই নেতা? নাম শুনে চমকে উঠবেন
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: 'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
  • বিহার নির্বাচনের জন্য এনডিএ-এর আসন রফা চূড়ান্ত৷

  • নীতীশ কুমারের জেডিইউ-কে বাড়তি আসন ছাড়ল না বিজেপি৷

  • গুরুত্ব চিরাগ পাসওয়ানকে৷

VIEW MORE
advertisement
advertisement