TMC Joining: বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল! বিজেপি ছাড়লেন বড় নেতা, যোগ তৃণমূলে! জানেন কে সেই নেতা? নাম শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
TMC Joining: ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র, ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী।
সোনারপুর: বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়ে গিয়েছে দলবদলের খেলা। এবার সোনারপুরে হল রাজনৈতিক পালাবদল। প্রতাপনগর পঞ্চায়েতের বিজেপি সদস্য কার্তিক সরদার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। রবিবার রাজপুর রবীন্দ্রভবনে আয়োজিত বিজয়া সম্মিলনী মঞ্চে তাকে হাতে দলীয় পতাকা তুলে স্বাগত জানান তৃণমূলের নেতৃবৃন্দ।
advertisement
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র, ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস এবং সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিক সহ দলের একাধিক জনপ্রতিনিধি ও কর্মী।
advertisement
advertisement
এই যোগদানের পর বিধায়ক লাভলী মৈত্র বলেন, “তৃণমূল শক্তিশালী কারণ দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পথ দেখান।” অন্যদিকে, সদ্য শাসকদলে যোগদানকারী কার্তিক সরদার বলেন, “এলাকার উন্নয়নের স্বার্থে আমি তৃণমূলেই বেশি ভরসা পাচ্ছি।”
advertisement
বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে ডাকাবুকো এই বিজেপি নেতার ঘাসফুল শিবিরে যোগ দেওয়াটা রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন এলাকার অনেকেই। এমনিতেই দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর, বারুইপুর-সহ এই এলাকাটি শাসকদলের খাসতালুক বলেই পরিচিত। সেখানেই এবার দল ভাঙল বিজেপির।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2025 2:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Joining: বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল! বিজেপি ছাড়লেন বড় নেতা, যোগ তৃণমূলে! জানেন কে সেই নেতা? নাম শুনে চমকে উঠবেন