পাড়ায়, রাস্তার মোড়ে, কখনও ভাগীরথী নদীর তীরে ,ঘটি গরম বিক্রি করতে করতে একা একাই গান গাইতে থাকেন এই ব্যক্তি, তাঁর এই গান শুনে ক্রেতারা এগিয়ে আসেন ঘটিগরম কিনতে, তবে সবাই কিনতে নয় গান শুনতেও এগিয়ে আসেন মানুষ। তবে হ্যাঁ আসুন পরিচয় করি কে এই ব্যক্তি? কী তাঁর নাম? কোথায় বাড়ি? নাম সত্য কুমার বিশ্বাস, বাড়ি নদিয়ার শান্তিপুর ঘোড়ালিয়ায়।
advertisement
জানা যায় পেশায় তিনি একজন তন্তুজীবী তবে তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁতের কাজ করেন আর দুপুর হলেই সাইকেলে করে বেরিয়ে পড়েন ঘটি গরম বিক্রি করতে। তবে সংসারে আর্থিক অনটনের কারণে সত্য বাবু তাঁত থেকে ওঠার পর সেই তাঁতেই আবার তাঁত বুনতে বসেন স্ত্রী অনিতা বিশ্বাস। দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে এভাবেই জীবিকা নির্বাহ করছেন।
তবে তিনি বিগত সাত বছর ধরে এভাবেই ঘটি গরম বিক্রি করতে করতে গান গেয়ে মানুষের মন মন জয় করে নিলেন। তবে এই ব্যক্তিকে মহারাজে ঘটি গরম নামে কেন ডাকেন সবাই? এই প্রশ্নের উত্তরে সত্য বাবু বলেন, “ঘটি গরম খেতে খুব সুস্বাদু। এই খাবার আগে রাজা মহারাজারা খেত, আর তাই সে থেকেই নামকরণ হয় মহারাজের ঘটি গরম।”
Mainak Debnath





