টুর্নামেন্টের সম্পূর্ণ দায়িত্বও ছাত্রদের হাতেই। দল গঠন থেকে পরিচালনা, সবকিছু নিজেরাই সামলাচ্ছে তারা। এমনকী আইপিএলের আদলে অনুষ্ঠিত হয়েছে খেলোয়াড়দের অকশন, যেখানে ছাত্র খেলোয়াড়দের জন্য প্রতিকী পারিশ্রমিকও নির্ধারিত হয়েছে। মাত্র ২০ টাকার একটি ফর্ম ফিলাপের মাধ্যমেই এই পুরো আয়োজনে অংশগ্রহণ সম্ভব হয়েছে, যা ছাত্রদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে SPL-কে।
আরও পড়ুন : চাষাবাদ করেই কেটেছে জীবন, অথচ দেহদান করে সমাজকে নতুন পথ দেখালেন তমলুকের সাধারণ কৃষক
advertisement
নবদ্বীপ নদিয়া ক্লাবের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা কেবল একটি খেলামঞ্চ নয়, বরং ছাত্রদের নেতৃত্বদক্ষতা, দায়িত্বশীলতা এবং ক্রীড়াসচেতনতা বাড়ানোর এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টুর্নামেন্ট ভবিষ্যতেও দ্বিতীয়, তৃতীয় এবং পরবর্তী সংস্করণ হিসেবে ধারাবাহিকভাবে চলবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খেলায় যুক্ত রয়েছেন নবদ্বীপের একাধিক শিক্ষকও। টুর্নামেন্টের মূল আহ্বায়ক অংকের শিক্ষক শুভাশিস বাবু জানান, বর্তমান প্রজন্মকে মাঠমুখী করা, শারীরিক কসরতে উৎসাহিত করা এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব সম্পর্কে সচেতন করা এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। নবদ্বীপের ছাত্রসমাজে তাই SPL ঘিরে দেখা যাচ্ছে অন্যরকম উন্মাদনা ও প্রত্যাশা।





