TRENDING:

SPL : খোলা ময়দানে হবে ফিজিক্স - কেমিস্ট্রি - ম্যাথের হাড্ডাহাড্ডি লড়াই! পড়ুয়াদের নিলাম, নবদ্বীপে জমে উঠবে খেলা

Last Updated:

Student Premier League : নবদ্বীপে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে স্টুডেন্টস প্রিমিয়ার লিগ। দলের নাম নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয় থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ : নবদ্বীপে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে এক অভিনব ক্রিকেট প্রতিযোগিতা -এসপিএল (স্টুডেন্টস প্রিমিয়ার লিগ)। নবদ্বীপের শিক্ষাঙ্গনে এই টুর্নামেন্ট ইতিমধ্যেই উৎসাহের সঞ্চার করেছে। বিশেষত্ব হল, এখানকার প্রতিটি দলের নাম নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয় থেকে ফিজিক্স, অংক, বায়োলজি, কেমিস্ট্রি-সহ বিভিন্ন বিষয়ের নামেই দলের পরিচিতি।
advertisement

টুর্নামেন্টের সম্পূর্ণ দায়িত্বও ছাত্রদের হাতেই। দল গঠন থেকে পরিচালনা, সবকিছু নিজেরাই সামলাচ্ছে তারা। এমনকী আইপিএলের আদলে অনুষ্ঠিত হয়েছে খেলোয়াড়দের অকশন, যেখানে ছাত্র খেলোয়াড়দের জন্য প্রতিকী পারিশ্রমিকও নির্ধারিত হয়েছে। মাত্র ২০ টাকার একটি ফর্ম ফিলাপের মাধ্যমেই এই পুরো আয়োজনে অংশগ্রহণ সম্ভব হয়েছে, যা ছাত্রদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে SPL-কে।

আরও পড়ুন : চাষাবাদ করেই কেটেছে জীবন, অথচ দেহদান করে সমাজকে নতুন পথ দেখালেন তমলুকের সাধারণ কৃষক

advertisement

নবদ্বীপ নদিয়া ক্লাবের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা কেবল একটি খেলামঞ্চ নয়, বরং ছাত্রদের নেতৃত্বদক্ষতা, দায়িত্বশীলতা এবং ক্রীড়াসচেতনতা বাড়ানোর এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টুর্নামেন্ট ভবিষ্যতেও দ্বিতীয়, তৃতীয় এবং পরবর্তী সংস্করণ হিসেবে ধারাবাহিকভাবে চলবে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জেলার বুকে একটুকরো পার্ক স্ট্রিট! বড়দিন থেকে বর্ষবরণ উৎসবের বিরাট আয়োজন, দেখুন
আরও দেখুন

খেলায় যুক্ত রয়েছেন নবদ্বীপের একাধিক শিক্ষকও। টুর্নামেন্টের মূল আহ্বায়ক অংকের শিক্ষক শুভাশিস বাবু জানান, বর্তমান প্রজন্মকে মাঠমুখী করা, শারীরিক কসরতে উৎসাহিত করা এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব সম্পর্কে সচেতন করা এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। নবদ্বীপের ছাত্রসমাজে তাই SPL ঘিরে দেখা যাচ্ছে অন্যরকম উন্মাদনা ও প্রত্যাশা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SPL : খোলা ময়দানে হবে ফিজিক্স - কেমিস্ট্রি - ম্যাথের হাড্ডাহাড্ডি লড়াই! পড়ুয়াদের নিলাম, নবদ্বীপে জমে উঠবে খেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল