বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, “এই অ্যাপের মাধ্যমে এলাকার বেকার যুবক-যুবতীরা বিভিন্ন চাকরির সন্ধান পাবে, চাকরির আবেদন করতে পারবে। পাশাপাশি, চাকরির জন্য ছাত্রদের যে স্কিলের প্রয়োজন, এই অ্যাপের মাধ্যমেই বিনামূল্যে সেইসব কোর্সে ভর্তি হয়ে স্কিল উন্নয়ন ও চাকরির যোগ্য হয়ে উঠতে পারবে।”
আরও পড়ুন Nano: বর্ধমানে মিলছে ‘ন্যানো’! ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে দোকানদার! দাম কত জানেন?
advertisement
এই সুকান্ত মজুমদার অ্যাপটি যুবক যুবতীদের স্ব-কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় তথ্য এবং সংস্থান সরবরাহ করবে। সরকার বা অন্যান্য সংস্থা কর্তৃক প্রদত্ত ঋণ প্রকল্পের তথ্যও এই অ্যাপে পাওয়া যাবে। এমনকি এই অ্যাপটি যুবকদের কর্মজীবনের পথ বেছে নিতে এবং তাদের ক্যারিয়ার গঠনে সহায়তা করার জন্য পরামর্শ পরিষেবা সরবরাহ করবে। যদিও তা বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীদের জন্য করেছেন, তবুও এই অ্যাপসের মাধ্যমে সমগ্র রাজ্য তথা দেশের ছাত্র-ছাত্রীরা চাকরি সুযোগ পাবে। এতে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে এবং বেকারত্ব হ্রাস হবে অনেকটাই।
সুস্মিতা গোস্বামী