West Medinipur News: এক টুকরো 'সবুজ'-ই আজ ভরসা, মুহূর্তে বদলে দিয়েছে নিঃসন্তান মনি দম্পতির জীবন
- Reported by:Syed Mijanur Mahaman
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
West Medinipur News: দাসপুরের নিঃসন্তান মনি দম্পতির জীবন আজ বদলে দিয়েছে এক টুকরো সবুজ। সন্তান না থাকায় গাছকেই সন্তান হিসেবে লালনপালন করার সিদ্ধান্ত নেন সুভাষ মনি ও কৃষ্ণা মনি। আর সেই সিদ্ধান্তেই চারতলা বাড়ির ছাদে গড়ে ওঠে এক অনন্য ফল ফুলের বাগান।
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: দাসপুরের নিঃসন্তান মনি দম্পতির জীবন আজ বদলে দিয়েছে এক টুকরো সবুজ। সন্তান না থাকায় গাছকেই সন্তান হিসেবে লালনপালন করার সিদ্ধান্ত নেন সুভাষ মনি ও কৃষ্ণা মনি। আর সেই সিদ্ধান্তেই চারতলা বাড়ির ছাদে গড়ে ওঠে এক অনন্য ফল ফুলের বাগান। দাসপুর বাসস্ট্যান্ড এলাকার উপরে তাকালেই চোখে পড়ে তাদের এই ‘উড়ন্ত বাগান’। প্রায় বারো বছর ধরে যত্নে লালিত এই ছাদবাগানে ফুটে উঠেছে বাহারি ফুল আর ফলের সমারোহ।
নিঃসন্তান দম্পতির ঘর যেমন ভরে উঠেছে এই সবুজে, তেমনই এলাকার মানুষের কাছেও তারা হয়ে উঠেছেন গাছ প্রেমের উদাহরণ। ব্যবসায়ী সুভাষ মনি ও প্রাক্তন শিক্ষিকা কৃষ্ণা দেবীর এই বাগানে রয়েছে থাইল্যান্ড ভিয়েতনামের নানা প্রজাতির ফলের গাছ। রয়েছে মৌসুমী, আম, ড্রাগন ফল, কুল, জামরুল, আপেল, আঙুর-সহ আরও বহু ফল। সঙ্গে অর্কিড, গোলাপ, জবা-সহ বহু রঙিন ফুলও সেজে উঠেছে ছাদজুড়ে। অবিশ্বাস্য হলেও সত্যি যে বড়ো গাছ সাধারণত মাটিতে ছাড়া বেড়ে ওঠে, সেই গাছও সুভাষ বাবুর দক্ষতায় জায়গা করে নিয়েছে টবে। প্রায় ১২০০ স্কোয়ার ফুট ছাদে তৈরি হয়েছে এমন এক পরিবেশ, যা ছোটখাট পার্ককেও হার মানায়। প্রতিদিনই পাড়া প্রতিবেশী ও পরিচিতরা এই বাগান দেখতে আসেন। কেউ উপভোগ করেন পরিবেশের শান্তি, কেউবা তুলে নেন টাটকা ফল।
advertisement
আরও পড়ুন-রোজ ২-৩-৪ টের সময় ঘুম ভাঙছে? শুভ নাকি অশুভ! কীসের ইঙ্গিত দিচ্ছে প্রকৃতি? জ্যোতিষী জানাচ্ছে কী প্রভাব পড়বে আপনার জীবনে
৭০ বছর বয়সেও নিজ হাতে প্রতিটি গাছকে পরিচর্যা করেন সুভাষ মনি। বলেন ‘কোনও রাসায়নিক সার বা ওষুধ ব্যবহার করি না। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে গাছগুলিকে বড় করি।’ কিশোর বয়স থেকেই গাছ লাগানোর নেশা ছিল তাঁর। সেই শখ থেকেই গ্রামের ধরমপুরে তৈরি করেছিলেন আমবাগান ও নারকেল বাগান। কাজের সূত্রে দাসপুরে আসার পর সেই শখ আরও বড়ো রূপ নেয় এই ছাদবাগানে।
advertisement
advertisement
আরও পড়ুন-১০০ বছর পর বিরল মাহেন্দ্রক্ষণ…! বৃহস্পতি-শুক্রের সমসপ্তক রাজযোগে ৫ রাশি ‘রাজা’, বিপুল আর্থিক লাভ, ডিসেম্বরেই খুলবে পোড়া কপাল
নিজেদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত ফল বিলিয়ে দেন আশপাশের মানুষকে। আর এই বাগান দেখে বহু মানুষই অনুপ্রাণিত হয়ে ঘরে গাছ লাগাতে শুরু করেছেন। আজ যখন নগরায়ণে একের পর এক গাছ হারিয়ে যাচ্ছে তখন মনি দম্পতির এই সবুজ ভালবাসা সমাজকে দিচ্ছে এক গুরুত্বপূর্ণ বার্তা গাছই জীবনের আশা, প্রকৃতি প্রেমই ভবিষ্যৎ রক্ষা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 13, 2025 7:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: এক টুকরো 'সবুজ'-ই আজ ভরসা, মুহূর্তে বদলে দিয়েছে নিঃসন্তান মনি দম্পতির জীবন









