কলকাতায় পাঁচতারা হোটেলেই এদিন সাক্ষাৎ হল মেসি ও নিজেকে মেসির দাদা বলা শিবে পাত্রের। দাদা হিসেবেই মেসির পিঠ চাপড়ে মাথায় হাত বুলিয়ে দিলেন চা বিক্রেতা শিবে। এ যেন স্বপ্ন সত্যি হওয়ার মতোই ঘটনা শিবে পাত্রের জীবনে। মেসির জন্য উপহারস্বরূপ নিয়ে গিয়েছিলেন তার বাড়ির একটি ছবি। যা দেখে মেসিও আবেগ তাড়িত হয়ে পড়েন বলে জানান। ওই ছবির উপরেই সই করে দেন ভক্তর আবদারে। আগেই মেসির সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারিত করে দিয়েছিলেন উদ্যোক্তারা।
advertisement
সেই অনুযায়ী এদিন ভোর উঠে রেডি হয়ে পৌঁছে গিয়েছিলেন ইছাপুরের নবাবগঞ্জের বাসিন্দা শিবে পাত্র। সঙ্গে মেয়ে গেলেও, একমাত্র শিবেকেই প্রবেশ করানও হয়। বাড়ি ফিরেও স্বপ্নপূরণ হওয়ার এই আবেগ যেন সামলাতে পারছেন না বাংলার এই মেসি ভক্ত শিবে পাত্র।
চোখে জল নিয়ে তিনি বলেন, জীবনে আর কিছু না হলেও চলবে। আজ আমি মরে গেলেও শান্তি পাব। মেসি আমার ছবি নিয়েছেন, আমার কথা শুনেছেন- এর থেকে বড় আর কিছু হতে পারে না। তবে নিরাপত্তা ও ব্যস্ততার কারণে প্রিয় তারকার সঙ্গে বেশি সময় কথা বলার সুযোগ মেলেনি তার বলেও আক্ষেপ। তবে আর কিছু দরকার নেই এই ভক্তের। মেসিকে ভালোবেসেই তার তৈরি বাড়ি থেকে চায়ের দোকান- সবকিছুই সাজানো আর্জেন্টিনার জাতীয় দলের রঙে। চায়ের দোকানের দেওয়ালে টানানো রয়েছে মেসির শতাধিক ছবি। আর এবার এই স্বপ্নপূরণের স্মরণীয় মুহূর্তকে আগলেই বাংলায় দিনযাপন করবেন মেসির এই দাদা। কুড়ি বছরের কঠিন অপেক্ষার অবসান ঘটল এভাবেই।
Rudra Narayan Roy






