TRENDING:

Lionel Messi's Brother: লিওনেল মেসি-র ‘ভাই’ তিনি, থাকেন বাংলায়, এতদিন পরে দেখা হল ভাইয়ের সঙ্গে, অভিভূত চা বিক্রেতা শিবে পাত্র

Last Updated:

Lionel Messi's Brother: কলকাতায় মেসির সঙ্গেই দেখা হল মেসির দাদার! দীর্ঘ বছর পর স্বপ্নপূরণ ভাইয়ের দেখা পেলেন শিবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: কলকাতায় মেসির সঙ্গেই দেখা হল মেসির দাদার! কলকাতাতেই থাকেন মেসির এই দাদা। দীর্ঘ বছর ধরে মেসির জন্মদিনে তার বয়স অনুযায়ী কাটেন কেক। গোটা এলাকা মেসি ও আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে তৈরি করেছেন এক অন্য পরিবেশের। তিনি শিবে পাত্র। ইছাপুরের এই চা বিক্রেতাই নিজেকে মেসির দাদা বলে মনে করেন। শুধু তাই নয়, মেসি ও আর্জেন্টিনা কে ভালোবেসে নিজের বাড়ির সর্বত্রই নীল সাদা আর্জেন্টিনার জার্সির কালারের সাজিয়ে তুলেছেন। ভক্তর এমন আবেগ এর সাক্ষী থাকলেন লিওনেল।
মেসি ভক্ত শিবে পাত্র
মেসি ভক্ত শিবে পাত্র
advertisement

কলকাতায় পাঁচতারা হোটেলেই এদিন সাক্ষাৎ হল মেসি ও নিজেকে মেসির দাদা বলা শিবে পাত্রের। দাদা হিসেবেই মেসির পিঠ চাপড়ে মাথায় হাত বুলিয়ে দিলেন চা বিক্রেতা শিবে। এ যেন স্বপ্ন সত্যি হওয়ার মতোই ঘটনা শিবে পাত্রের জীবনে। মেসির জন্য উপহারস্বরূপ নিয়ে গিয়েছিলেন তার বাড়ির একটি ছবি। যা দেখে মেসিও আবেগ তাড়িত হয়ে পড়েন বলে জানান। ওই ছবির উপরেই সই করে দেন ভক্তর আবদারে। আগেই মেসির সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারিত করে দিয়েছিলেন উদ্যোক্তারা।

advertisement

আরও পড়ুন – Satadru Dutta Arrested: যুবভারতীতে মেসির অনুষ্ঠানে ‘ম্যাসাকার’, মমতা বন্দ্যোপাধ্যায়ের তদন্ত কমিটি গঠনের পরেই গ্রেফতার শতদ্রু দত্ত

সেই অনুযায়ী এদিন ভোর উঠে রেডি হয়ে পৌঁছে গিয়েছিলেন  ইছাপুরের নবাবগঞ্জের বাসিন্দা শিবে পাত্র। সঙ্গে মেয়ে গেলেও, একমাত্র শিবেকেই প্রবেশ করানও হয়। বাড়ি ফিরেও স্বপ্নপূরণ হওয়ার এই আবেগ যেন সামলাতে পারছেন না বাংলার এই মেসি ভক্ত শিবে পাত্র।

advertisement

View More

চোখে জল নিয়ে তিনি বলেন, জীবনে আর কিছু না হলেও চলবে। আজ আমি মরে গেলেও শান্তি পাব। মেসি আমার ছবি নিয়েছেন, আমার কথা শুনেছেন- এর থেকে বড় আর কিছু হতে পারে না। তবে নিরাপত্তা ও ব্যস্ততার কারণে প্রিয় তারকার সঙ্গে বেশি সময় কথা বলার সুযোগ মেলেনি তার বলেও আক্ষেপ। তবে আর কিছু দরকার নেই এই ভক্তের। মেসিকে ভালোবেসেই তার তৈরি বাড়ি থেকে চায়ের দোকান- সবকিছুই সাজানো আর্জেন্টিনার জাতীয় দলের রঙে। চায়ের দোকানের দেওয়ালে টানানো রয়েছে মেসির শতাধিক ছবি। আর এবার এই স্বপ্নপূরণের স্মরণীয় মুহূর্তকে আগলেই বাংলায় দিনযাপন করবেন মেসির এই দাদা। কুড়ি বছরের কঠিন অপেক্ষার অবসান ঘটল এভাবেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ের আসর থেকে পালিয়ে সটান থানায়, বদলে গেল নাবালিকার জীবন
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lionel Messi's Brother: লিওনেল মেসি-র ‘ভাই’ তিনি, থাকেন বাংলায়, এতদিন পরে দেখা হল ভাইয়ের সঙ্গে, অভিভূত চা বিক্রেতা শিবে পাত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল