Satadru Dutta Arrested: যুবভারতীতে মেসির অনুষ্ঠানে ‘ম্যাসাকার’, মমতা বন্দ্যোপাধ্যায়ের তদন্ত কমিটি গঠনের পরেই গ্রেফতার শতদ্রু দত্ত

Last Updated:

Satadru Dutta Arrested: লিওনেল মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করল পুলিশ। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন ডিজি রাজীব কুমার।

মেসিকে আনা আয়োজক শতদ্রু দত্ত গ্রেফতার
মেসিকে আনা আয়োজক শতদ্রু দত্ত গ্রেফতার
Satadru Dutta Arrested: লিওনেল মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করল পুলিশ। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন ডিজি রাজীব কুমার। তিনি জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এই ধরনের অব্যবস্থা যে বরদাস্ত করা হবে না সে কথাও স্পষ্ট করলেন রাজীব কুমার। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।
বিমানবন্দরের ভিতরে এদিন বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা শতদ্র দত্তকে দিয়ে একটি লেটার লেখান প্রাথমিকভাবে। প্রথমে শতদ্রু দত্তকে এয়ারপোর্টে ডিটেন করা হয় ৷ পরে  জিজ্ঞাসাবাদের পর বিমানবন্দরের ভিতরেই তাঁকে গ্রেফতার করা হয় ৷
এদিকে মেসি হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দিয়ে দেন ৷ এদিকে এর আগেই ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি তৈরি করে দিলেন বিশেষ তদন্ত কমিটি ৷ শনিবাসরীয় যুবভারতীতে তছনছ হয়ে গেল ভারতীয় ফুটবলের সম্মান ৷
advertisement
advertisement
মেসি উন্মাদনায় যুবভারতীতে বিশৃঙ্খলা ! গ্যালারির গেট ভাঙার চেষ্টা দর্শকদের! যুবভারতীতে ছোড়া হচ্ছে বোতল! মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ দর্শকদের। মেসিকে ঘিরে বিরাট ভিড় যুবভারতীতে, ভাঙচুর হল স্টেডিয়ামের চেয়ার, মাঠে পৌঁছে গেল জনজোয়ার ৷ একবার মহাতারকাকে সামনাসামনি দেখার জন্য হাজার -হাজার টাকার টিকিট কেটেছিলেন দর্শকরা ৷ মেসি মাঠে এক পাকও ঘোরেননি, ফলে একবারের জন্যেও কেউ দেখতে পাননি আর্জেন্টাইন তারকাকে ৷ নিরাপত্তার স্বার্থে তৎক্ষণাৎ মাঠ থেকে তাঁকে বের করে নিয়ে যাওয়া হয় ৷
advertisement
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে পৌঁছে যাওয়ার আগেই চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছিল ৷ মাঝপথ থেকেই কনভয় ঘুরিয়ে ফিরে যান তিনি ৷ এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দেন ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Satadru Dutta Arrested: যুবভারতীতে মেসির অনুষ্ঠানে ‘ম্যাসাকার’, মমতা বন্দ্যোপাধ্যায়ের তদন্ত কমিটি গঠনের পরেই গ্রেফতার শতদ্রু দত্ত
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement