Howrah News: ৫০০-১০০০ লাগবে না, এবার বিনামূল্যে কার্ডিওলজিস্ট-গাইনোকলজিস্ট-স্কিন-মেডিসিনের ডাক্তার দেখানোর সুযোগ হাওড়ায়
- Published by:Riya Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: ৪০০-৫০০ টাকা খরচ নয় বিনামূল্যেই স্পেশালিস্ট ডাক্তার দেখানোর সুযোগ হাওড়ায় বিকি হাকোলা মাতৃ মিলন সংঘের উদ্যোগে।
হাওড়া, রাকেশ মাইতি: স্বাস্থ্য পরিষেবায় নজিরবিহীন ঘটনা হাওড়ায়! যেখানে স্পেশ্যালিস্ট ডাক্তার দ্বারা চিকিৎসা পরিষেবা পেতে ৪০০-৫০০ টাকা খরচ করে মানুষ। এত টাকা খরচ করে গ্রামের বহু মানুষের চিকিৎসা পরিষেবা নেওয়া অসম্ভব প্রায়। সেই সব মানুষের কথা ভেবে, হাওড়ার পাঁচলা বিকি হাকোলা ভাতৃ মিলন সংঘ নিয়েছে বিশেষ উদ্যোগ। যেখানে গ্রামের কয়েকশত মানুষ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন পরিষেবা।
গ্রামের মানুষকে সুস্থ রাখতে গ্রামে হাজির হচ্ছেন স্পেশ্যালিস্ট ডাক্তার। এই প্রথম একসঙ্গে একইদিনে অর্থোপেডিক, কার্ডিওলজিস্ট, গাইনোকলজিস্ট, স্কিন, মেডিসিন ও আই স্পেশ্যালিস্ট ডাক্তার দ্বারা গ্রামের মানুষকে চিকিৎসা পরিষেবা। সম্পূর্ণ বিনামূল্যে সারাদিন ব্যাপী শিবির অনুষ্ঠিত হচ্ছে রবিবার ১৪ই ডিসেম্বর। রবিবার সকাল থেকে গ্রামের মানুষ পরিষেবা পাবেন। কয়েকদিন ধরেই চলছে মানুষকে সেই বার্তা পৌঁছে দেওয়ার কর্মসূচি।
advertisement
আরও পড়ুন-রোজ ২-৩-৪ টের সময় ঘুম ভাঙছে? শুভ নাকি অশুভ! কীসের ইঙ্গিত দিচ্ছে প্রকৃতি? জ্যোতিষী জানাচ্ছে কী প্রভাব পড়বে আপনার জীবনে
বিকি হাকোলা মাতৃ মিলন সংঘ প্রতিষ্ঠানের উদ্যোগে ভারতীয় সেনাদের সহযোগিতা প্রদানে গত কয়েক বছর ধরে রক্তদান শিবির ভীষণভাবে সারা ফেলেছে এলাকায়। গ্রামের মানুষের কাছে উৎসবের মত। প্রতিবছর গ্রামের ৮-৮০ বয়সের মানুষ শামিল হয় এখানে। এবার বিশিষ্ট চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরিষেবা আরও বেশি মানুষকে সহযোগিতা করবে একই সঙ্গে উৎসাহিত করবে গ্রামের মানুষকে। তাতেই জোরদার প্রস্তুতি শুরু হয়েছে পাঁচলার বিকি হাকোলা প্রাথমিক স্কুল প্রাঙ্গনে৷
advertisement
advertisement
আরও পড়ুন-১০০ বছর পর বিরল মাহেন্দ্রক্ষণ…! বৃহস্পতি-শুক্রের সমসপ্তক রাজযোগে ৫ রাশি ‘রাজা’, বিপুল আর্থিক লাভ, ডিসেম্বরেই খুলবে পোড়া কপাল
প্রতিষ্ঠান সদস্য শ্যামল পল্যে জানান, দেশ ও দশের সেবার মূল লক্ষ্য বিকি হাকোলা মাতৃ মিলন সংঘের, সেই লক্ষ্যকে সামনে রেখেই এই কর্মকাণ্ড। বেশ কিছু মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করেন তাঁদের সহযোগিতায় প্রতিষ্ঠানের সদস্য- সদস্যা এবং গ্রামের মানুষ কর্মযজ্ঞে শামিল হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
December 13, 2025 7:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ৫০০-১০০০ লাগবে না, এবার বিনামূল্যে কার্ডিওলজিস্ট-গাইনোকলজিস্ট-স্কিন-মেডিসিনের ডাক্তার দেখানোর সুযোগ হাওড়ায়









