সাগরদিঘির মানুষকে আর কোনওরকম সাইবার প্রতারণা সম্পর্কিত অভিযোগ জানাতে রঘুনাথগঞ্জে সাইবার ক্রাইম অফিসে যেতে হবে না। সাগরদিঘী থানাতেই খুলে গেল সাইবার সেল। তবে শুধু সাইবার প্রতারণাই নয়, মোবাইল হারিয়ে যাওয়ার মতো অভিযোগগুলোও এখন দেখবে সাগরদিঘী থানার এই বিশেষ সেল। সাইবার সংক্রান্ত বড় কোনও অপরাধ হলে তবেই তা পুলিশ জেলার হেডকোয়ার্টার্স দেখবে।
advertisement
বর্তমানে ডিজিটাল মাধ্যমে লেনদেন শুরু হওয়ায় শুধু শহরেই নয়, সাইবার প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষজনও। অনলাইনে কেনাকাটার প্রলোভন হোক বা লটারি জেতার খবর, নানাভাবে ফাঁদ পেতে রাখছে দুষ্কৃতীরা। এর সঙ্গে এখন নতুন সংযোজন হয়েছে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেওয়া।
দরিদ্র সাধারণ মানুষরা যাতে কোনওভাবে সাইবার প্রতারণার ফাঁদে পা না দেয়, তাই তাদেরকে বিশেষভাবে সচেতন করে তুলতে কাজ করবে এই সাইবার সেল। পুলিশ সুপার অমিত কুমার সাউ বলেন, “প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ করা ভাল। তাই গ্রামের মানুষ যাতে সাইবার প্রতারণার ফাঁদে পা না দেন তাই তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই আমাদের প্রধান উদ্দেশ্য। এর জন্য আমরা সাগরদিঘীর একটি নির্দিষ্ট গ্রামকে বেছে নিয়েছি”।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও বলেন, “এই গ্রাম থেকেই আমরা সাধারণ মানুষকে সাইবার সচেতনতার পাঠ দিতে শুরু করব। আমাদের উদ্দেশ্য এই গ্রামের একটিও মানুষ যাতে কোনওভাবে সাইবার প্রতারণার ফাঁদে না পরেন। এইভাবে আগামী দিন আমরা সাগরদিঘি এবং জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত প্রত্যেকটি গ্রামেই এই সচেতনতা শিবির চালাব।”
পুলিশ সুপার জানান , তাঁদের লক্ষ্য আগামীদিনে এই পুলিশ জেলার সমস্ত গ্রামকে ‘সাইবার সেফ’ হিসেবে গড়ে তোলা।





