শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম আবির্ভাব দিবস উপলক্ষে ১০ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ৩৫ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মায়াপুর ইসকনের পক্ষ থেকে। ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনব্যাপী এই মন্ডল পরিক্রমা চলবে। ৯ মার্চ করা হবে মহামিলন। অর্থাৎ সমস্ত ভক্তরা পুনরায় মায়াপুর ইসকনে ফিরে আসবেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিরাপত্তার ব্যবস্থাও কঠোরভাবে করা হয়েছে মায়াপুর ইসকন চত্বরে। ইতিমধ্যেই স্থানীয় ও বিদেশী ভক্তদের আগমনে মায়াপুর ইসকন মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। গৌড় পূর্ণিমা উৎসব অর্থাৎ দোলের দিন বিগ্রহের মহাভিষেক অনুষ্ঠান সম্পন্ন হবে। ঐদিন নৌকো বিহার থেকে শুরু করে পরিক্রমা কীর্তন মেলা ইত্যাদি একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মায়াপুর ইসকনের পক্ষ থেকে।
এ বিষয়ে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, গৌড় পূর্ণিমা উৎসব হল অন্যান্য উৎসবের মতো একটি মুখ্য ধর্মীয় অনুষ্ঠান। দোলের দিন মহাপ্রভু এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তার এই জন্মতিথিকে স্মরণ করেই বিভিন্ন প্রকারের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মায়াপুর ইসকন মন্দিরে। বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখার সংকল্প নিয়েই দেশ-বিদেশের অগণিত ভক্তের সমাগম ঘটছে মায়াপুর ইসকন মন্দিরে।
Mainak Debnath





