Sontu: 'Sontu'-র অকাল মৃত্যু...! আপনার পোষ্যও একই রোগে আক্রান্ত নয় তো? কীভাবে বুঝবেন? কী তার প্রতিকার? জানাচ্ছেন চিকিৎসক
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Sontu Death: সোমবার গভীর রাতে মৃত্যু হয়েছে ভারত-বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সারমেয় সন্তুর। ভারত বাংলাদেশ দু-দিকেই তার লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে।
*৩ মার্চ মৃত্যু হয়েছে ভারত-বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সারমেয় সন্তুর। ভারত বাংলাদেশ দু'দেশেই তার ফ্যান লক্ষ লক্ষ। সোশ্যাল মিডিয়ার পোস্ট অনুযায়ী, বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিল সন্তু। সম্ভবত টিক ফিভারে আক্রান্ত হয়েছিল সন্তু। সেখান থেকেই শারীরিক অবনতি, তারপর মৃত্যু। গত ১৫ দিন ধরে ভুগছিল সে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*মরসুম বদলের সময় বলে নয়, সারা বছরই জ্বর, সর্দি বা কাশি হতে পারে পোষা কুকুরের। তবে সম্প্রতি পোকায় কাটা জ্বর নিয়ে চিন্তা বেড়েছে। যে কোনও প্রজাতির কুকুরই হোক না কেন, এই পোকায় কাটা জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এমনকি, অনেক দামি প্রজাতির কুকুরের শরীরেও পোকার সংক্রমণ দেখা যাচ্ছে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*প্রতিরোধের উপায় কী? পোষ্যের জন্য পাউডার বা স্প্রে পাওয়া যায়। সেগুলি ব্যবহার করলে, পোকার সংক্রমণ হবে না। যখনই পোষ্যকে বাইরে নিয়ে যাবেন, তখন সেই পাউডার বা স্প্রে ব্যবহার করতে পারলে ভাল। বিভিন্ন রকম ‘টিক কলার’ পাওয়া যায় বাজারে। চিকিৎসকের পরামর্শ মতো সেগুলি গলায় পরিয়ে দিলে গায়ে পোকা আসবে না। সংগৃহীত ছবি।
