মান্দারমণির সৈকত থেকে উদ্ধার হওয়া মৃতদেহ নিখোঁজ মৎস্যজীবিরই। আজ কাঁথির মর্গে গিয়ে মৃতদেহ সনাক্ত করেন পরিবারের লোকজন। ক্ষত বিক্ষত দেহটি উদ্ধার হয়েছে মান্দারমণির সৈকত থেকেই। দেহটি উদ্ধার করেই মর্গে পাঠায় পুলিশ।
আরও পড়ুন: বাংলাদেশে সঙ্গীত এবং শারীর শিক্ষার শিক্ষক নিয়োগ বন্ধ করল ইউনূস সরকার! শুরু বিতর্ক
প্রসঙ্গত, গত ২১ অক্টোবর পেটুয়াঘাট মৎস্য বন্দর থেকে নিখোঁজ হয়েছিল মৎস্যজীবী শেখ মনসুর।মন্দারমনির সমুদ্র সৈকত থেকে গত ২৮ তারিখ ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার করেছে পুলিশ। আজ, অর্থাৎ মঙ্গলবার কাঁথির মর্গে গিয়ে দেহ চিহ্নিত করে মৃতের পরিবারের লোকজন। তবে দেহ চিহ্নিত করে ক্ষোভ প্রকাশ করেন নিহতের পরিবার।
advertisement
আরও পড়ুন: এসআইআর কী ভাবে হবে? ১৬ দফা গাইডলাইন জারি করল নির্বাচন কমিশন! না জানলেই চরম বিপদ
মৃতের পরিবারের লোকজনের অভিযোগ, গত ২৮ তারিখ দেহ উদ্ধার ঘটনায় পুলিশকে তারা জানালে পুলিশ জানিয়ে দেয় এটা শেখ মনসুরের দেহ নয়। মঙ্গলবার শেখ মনসুরের দেহ মর্গ থেকে চিহ্নিত করায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তার পরিবারের লোকজন। কেন তাদের ২৮ তারিখ না বলে দীর্ঘদিন বাদে পচাগুলো দেহ তাদের হাতে তুলে দিল। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের লোকজন। কেন এতদিন বাদে তাদের হাতে দেহ তুলে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের লোকজন।
