মমতা বলেন, ‘কি মা বোনেরা পিঠেপুলি হচ্ছে? পৌষ পার্বণ হচ্ছে। দুষ্ট লোকেদের খপ্পরে পড়বেন না। মেয়েদের বলছি কেউ ডাকলে আর চলে যাবেন না। দেখলেন তো এখানে কী হয়েছিল। আমি জানি অনেক টাকার খেলা হয়েছিল। মিথ্যা বেশি দিন চলে না। একদিন না একদিন সত্যি প্রকাশ পায়।’
আরও পড়ুন: বিরাট খবর! নিজেদের হাতে থাকা ৯৫ ভারতীয়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েই ফেলল বাংলাদেশ! তোলপাড় ভারতেও
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এগিয়ে চলুন। এগিয়ে যান। ভয় পাবেন না। বিজেপির টাকায় হাত দেবেন না। যে বামফ্রন্ট সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে। তারা আজ বড় বড় কথা বলছে। এদের কথায় ভুলবেন না। মনে রাখবেন সন্দেশখালিতে একটা ঘটনা ঘটলে তা এক সেকেন্ডের মধ্যে আমার কাছে আসবে। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারি করি।’
মুখ্যমন্ত্রী আশাবাদী হয়ে বলেন, ‘আমি শুনতে চাই একটা মেয়ে সন্দেশখালি থেকে মাধ্যমিকে, উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে। আমি শুনতে চাই সন্দেশখালি থেকে একটা মেয়ে ডাক্তার হয়েছে। ডাক্তার হয়ে কোনো টাকা কামানো নয়। মানুষের পাশে দাঁড়ানোর জন্য।’
আবীর ঘোষাল
