TRENDING:

West Medinipur: পট শিল্পের জগতে বিরাট বদল! পটুয়াদের বানানো 'এইসব' জিনিস লুফে নিচ্ছে গ্রাহক, আপনিও পেতে পারেন, কোথায় মিলছে জানুন

Last Updated:

Pattachitra: সময়ের সঙ্গে সঙ্গে মানুষের স্বাদ ও রুচির বদল হয়েছে। তাই কাগজের উপর পটচিত্রের চেয়ে ব্যবহার্য সামগ্রীর উপর পটচিত্র বেশি আকর্ষণ করছে ক্রেতাদের। আর তা মাথায় রেখেই নিত্য নতুন পটের সামগ্রী বানাচ্ছেন পটুয়ারা। লুফে নিচ্ছে গ্রাহক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পিংলা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সময়ের সঙ্গে সঙ্গে স্বাদ বদল করেছে পটুয়ারা। প্রাকৃতিক রঙ দিয়ে শুধুমাত্র কাগজে রঙ তুলিতে বিভিন্ন বিষয়ে ফুটিয়ে তোলা নয়, এবার সেই একই ডিজাইনে তৈরি করছেন নানা সুন্দর জিনিস। যেমন ধরুন একটা সুন্দর ডিজাইন করা একটি কাঠের প্লেট। তার উপর আরেকটি পটের ডিজাইনের কাপ। ঘরের ব্যালকনি সাজানোর জন্য পটের ডিজাইনের হ্যারিকেন, অথবা শাড়ি, কুর্তি, কিংবা টি-শার্টে প্রাচীন পটের ছোঁয়া। প্রথাকথিত পটের পরিবর্তে মানুষের পছন্দে স্বাদবদল করতে নতুন ভাবনা পট শিল্পীদের। পট আঁকার পাশাপাশি তারা বানিয়ে তুলছেন নিত্য ব্যবহার্য নানা জিনিস। যা শুধু পটগ্রামে আসা মানুষদের মন কেড়েছে তা নয় স্বনির্ভর করে তুলেছে পট শিল্পীদের।
advertisement

প্রতিদিন পট পাড়ায় আসা বহু পর্যটক দাম দিয়ে কিনছেন সেগুলো। এছাড়াও, উপহার সামগ্রী হিসেবে প্রচলিত জিনিসের পরিবর্তে তারা দিচ্ছেন পট শিল্পীদের হাতের তৈরি নানা জিনিস। সুন্দর সুন্দর কাস্টমাইজ নানা ব্যবহার্য জিনিসপত্র তৈরি করছেন বাংলার শিল্পীরা। কাগজে রঙ তুলির আঁচড় কেটে ছবি ফুটিয়ে তোলাই শুধু নয়, এবার মানুষের ব্যবহারের জিনিসে নানা ছবি ফুটিয়ে তুলছেন পট শিল্পীরা। এমন জিনিস এবার বাড়িতেই বানাচ্ছেন পট শিল্পীরা। গ্রামীণ হাট বা মেলার পাশাপাশি এগুলো বিক্রি হচ্ছে বিভিন্ন হস্তশিল্প মেলাতে।

advertisement

আরও পড়ুনঃ গর্ভবতী মায়েদের পাশে স্বাস্থ্যকর্মীরা, সরকারি স্বাস্থ্য পরিষেবা কীভাবে পাবেন? কোথায় যোগাযোগ করবেন? জানাচ্ছেন ‘তাঁরা’

পশ্চিম মেদিনীপুরের পিংলা বিখ্যাত পট শিল্পের জন্য। এখানে প্রায় শতাধিক পটশিল্পীদের বসবাস। সকাল থেকেই প্রতিটি বাড়িতে শিল্পীরা রঙ তুলি দিয়ে কাগজে ফুটিয়ে তোলেন নানান ছবি। কখনও সামাজিক আবার কখনও নানান ধর্মীয় ছবি এঁকে এবং সমার্থক গান লিখে পরিবেশন করেন পটুয়ারা। তবে যত সময় এগোচ্ছে, নিজেদের শিল্পকলায় পরিবর্তন আনছেন পট শিল্পীরা। মানুষের চাহিদার কথা ভেবে সাদা কাগজে কিংবা ক্যানভাসে পটের ডিজাইন নয়, এবার ছবি এঁকে কাস্টমাইজ করে দিচ্ছেন টি-শার্ট, শাড়ি, কেটলি, প্লেট, কাপ-সহ বিভিন্ন জিনিস। বাজারে চাহিদাও রয়েছে এইসব  জিনিসের।

advertisement

View More

মানুষের স্বাদে বদল আনতে তারা পটের ডিজাইন কাস্টমাইজ করছেন কাপ, প্লেট, ঘর সাজানোর উপকরণ, টি-শার্ট, শাড়ি একাধিক জিনিসে। কাগজের পটের চেয়েও ব্যবহার্য এই সকল জিনিস বেশি কিনছেন সাধারণ মানুষ।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, দেখতে হলে যেতে হবে 'নবাবে'র জেলায়
আরও দেখুন

প্রসঙ্গত, বর্তমান দিনে মানুষ শখে এক দুটো কাগজের পট কিনলেও ব্যবহার্য নানা জিনিস দাম দিয়ে কিনছেন তারা। তাই মানুষের স্বাদের কথা মাথায় রেখে শিল্পীরা তৈরি করছেন এই সব জিনিস। একদিকে যেমন ব্যবহার করা যাবে, তেমনই টেকসই জিনিস বেশ উপকারেও লাগবে। উপহার হোক কিংবা নিজের ব্যবহার, সবেই ছোঁয়া পটের ডিজাইনের। স্বাভাবিকভাবে মানুষের পছন্দ মতো স্বাদ বদলেছেন পটুয়ারা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur: পট শিল্পের জগতে বিরাট বদল! পটুয়াদের বানানো 'এইসব' জিনিস লুফে নিচ্ছে গ্রাহক, আপনিও পেতে পারেন, কোথায় মিলছে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল