পরিবার সূত্রে খবর দীপক স্নানের জন্য বাড়ির পাশে একটি পুকুরে গিয়েছিল। কিন্তু দীর্ঘক্ষণ স্নান সেরে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করে। অবশেষে পুকুর থেকে মৃতদেহ ভেসে উঠলে সকলে দেখতে পান। এরপর খবর যায় থানায়। পরে ঢোলাহাট থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে।
advertisement
আরও পড়ুন : শিক্ষকের সবার SIR ডিউটি, BLO হয়ে ছুটতে হবে বাড়িতে বাড়িতে! ‘এই’ স্কুলে পড়াবে কে?
ওই স্কুলছাত্রের আগে কোনওদিন মৃগী রোগ বা অন্য অস্বাভাবিক কিছু হয়নি বলে দাবি করেছেন বাড়ির লোকজন। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। এদিকে এই ঘটনায় সুন্দরবনে জলে ডুবে মৃত্যুর ঘটনা আরও বাড়ল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একটি সংস্থা এই মৃত্যুর ঘটনাগুলি নথিভুক্ত রাখে। ওই সংস্থার লাগাতার প্রচারের ফলে দক্ষিণ ২৪ পরগণায় জলে ডুবে মৃত্যুর ঘটনা অনেকটাই কমেছিল। ওই সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, জলে ডুবে মৃত্যুর ঘটনা রোধ করতে সচেতনতা বৃদ্ধি এবং সক্রিয় প্রতিরোধ গড়ে তোলা জরুরি। এছাড়াও উন্মুক্ত জলাশয়ে স্নান না করার পরামর্শ দিয়েছে তারা।






