SIR in West Bengal: ৫ শিক্ষকের সবার SIR ডিউটি, BLO হয়ে ছুটতে হবে বাড়িতে বাড়িতে! 'এই' স্কুলে পড়াবে কে?

Last Updated:

এই পাঁচজন শিক্ষককেই দেওয়া হয়েছে বিএলও এর দায়িত্ব। এই অবস্থায় কীভাবে বিদ্যালয়ের পঠনপাঠন চলবে সেই নিয়েই চিন্তায় রয়েছেন শিক্ষক থেকে শুরু শুরু করে অভিভাবক সকলেই।

+
চিন্তায়

চিন্তায় স্কুল শিক্ষকরা

মঙ্গলকোট, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: নির্বাচন কমিশনের ঘোষণা মতো রাজ্যে স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকে৷ আর এই কাজের জন্য বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বিএলও (বুথ লেভেল অফিসার) হিসেবে নিযুক্ত করেছে কমিশন ৷ তবে শিক্ষকরা এসআইআর এর এই কাজে ব্যস্ত হয়ে পড়লে স্কুলগুলির পঠন-পাঠনে তার প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পূর্ব বর্ধমান জেলাতেও সেরকমই এক ছবি এবার ধরা পড়ল।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের পালিশগ্রাম উত্তরপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন পাঁচজন শিক্ষক। আর এই পাঁচজন শিক্ষককেই দেওয়া হয়েছে বিএলও এর দায়িত্ব। এই অবস্থায় কীভাবে বিদ্যালয়ের পঠনপাঠন চলবে সেই নিয়েই চিন্তায় রয়েছেন শিক্ষক থেকে  শুরু করে অভিভাবক সকলেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জহিরউদ্দিন বলেন, “বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক আছেন। পঠনপাঠন চালাতে হিমশিম খেতে হয়। পাঁচজনকেই বিএলও ডিউটি দেওয়া হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, কিন্তু আমাদের বলেছে ডিউটি করতেই হবে। বাচ্চাদের পড়াশোনার অসুবিধা হচ্ছে, আমরাও ডিউটি করে যাচ্ছি এখনও পর্যন্ত।”
advertisement
advertisement
প্রধান শিক্ষক-সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের দাবি, পাঁচজনকেই যদি একসঙ্গে ট্রেনিংয়ে যেতে হয় বা বিএলও এর দ্বায়িত্ব পালন করতে হয়, তাহলে বন্ধ হয়ে যাবে স্কুল! বন্ধ থাকবে পঠনপাঠন! এছাড়াও বিদ্যালয়ে সামনেই রয়েছে পরীক্ষা, পড়ুয়াদের পড়ানো থেকে শুরু করে খাতা দেখা সবই তাদের করতে হয়। প্রধান শিক্ষককে দেখতে হয় মিড ডে মিল। এছাড়াও পরিক্ষার আগে কীভাবে সিলেবাস সম্পূর্ণ হবে সেই নিয়েও শিক্ষকদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে। কীভাবে শিক্ষকরা স্কুল সামলাবেন সেটাই ভেবে উঠতে পারছেন না!
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যালয়ের সহ শিক্ষক পিন্টু ঘোষ বলেন, “শুনছি এক একটা বাড়িতে তিনবার করে যেতে হবে। এবার আমি সকালে বেরিয়ে স্কুলে এসে বিকেলে বাড়ি ফিরি। তাহলে আমি এসআইআর এর কাজটা করব কখন এটা আমি চিন্তায় আছি। আমি যে এলাকায় বাস করি বা যে বুথে বাস করি সেই এলাকায় আরও অন্যান্য শিক্ষকরা আছেন, বিবেচনা করে তাঁদের মধ্যেও দায়িত্ত্ব ভাগ করে দেওয়া যেতে পারত। কিন্তু এভাবে স্কুল চালাতে সমস্যা হবে।” অভিভাবকদের প্রশ্ন সব শিক্ষককে যদি এসআইআর এর কাজের জন্য তুলে নেওয়া হয় তাহলে বাচ্চাদের পড়াবেন কারা? বিদ্যালয়ের তরফে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও, এখনও মেলেনি কোনও প্রতিক্রিয়া।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SIR in West Bengal: ৫ শিক্ষকের সবার SIR ডিউটি, BLO হয়ে ছুটতে হবে বাড়িতে বাড়িতে! 'এই' স্কুলে পড়াবে কে?
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement