আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি উত্তাল হয়েছে বঙ্গোপসাগর। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। আর তাই আগে ভাগে মৎস্য দফতরের পক্ষ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দফতর।
advertisement
দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকার ঝড়ের আগে ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে সতর্কীকরণ করা হয়েছে। মৎস্য দফতরের নিষেধাজ্ঞা পাওয়ার পর গভীর সমুদ্র থেকে বহু মৎস্যজীবীর ট্রলার বন্দরে ফিরে এসেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় মন্থার প্রভাব পড়বে সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায়। ইতিমধ্যেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। সম্পূর্ণ পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসনের আধিকারিকরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে কঠোর নির্দেশিকা। সৈকতে নামা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং মাইকিং করে বারবার সতর্ক করা হচ্ছে পর্যটকদের। সব জায়গাতেই জারি হয়েছে সতর্কতা। যদি এই এই ঘূর্ণিঝড় অন্য কোনও রূপ নেয় তাহলে সুন্দরবনের নদীমাতৃক এলাকার বাসিন্দাদের জন্য নিরাপদে সরিয়ে নেওয়া হবে। একাধিক জায়গায় আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে।





