TRENDING:

Birbhum News: মিড ডে মিলে ডিম দিতে হিমশিম! এই স্কুল আবার দিচ্ছে মাছ! কীভাবে আসছে জানলে অবাক হবেন

Last Updated:

স্কুলের নিজস্ব পুকুরে রুই, গ্লাসকার্প, কাতলা মাছ চাষ শুরু হয়েছিল,পুকুর থেকে প্রায় ২২ কেজি মাছ তোলা হয়, আর সেই মাছ দিয়ে হয় কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল হাই স্কুলের মিড ডে মিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: মিড ডে মিল স্কিম হল ভারতের একটি সরকারি কর্মসূচি, যা প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বিনামূল্যে মধ্যাহ্নভোজ প্রদান করে থাকে। এটি শিশুদের স্বাস্থ্যের উন্নতি, স্কুল ছুট কমাতে এবং সকলকে সমানভাবে শিশুদের উৎসাহিত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। তবে মিড ডে মিলের বরাদ্দ টাকায় সপ্তাহে এক দিন ডিম জোগাতেই ‘সমস্যা’ হয় বহু স্কুলের, সেখানে সিউড়ির কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল হাই স্কুল কর্তৃপক্ষ নিলেন এক বিরাট পদক্ষেপ।
advertisement

বীরভূমের সিউড়ির এই স্কুল একটি আদর্শ স্কুল হিসাবে পরিচিত। একদিকে এই স্কুলে যখন বিভিন্ন ওষুধি গুণ সমৃদ্ধ গাছের চাষ করা হচ্ছে, ঠিক তেমনই বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা হচ্ছে। এই সমস্ত গাছ এবং শাক সবজি চাষ সম্বন্ধে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের। কোন ওষুধি গাছের কি গুণাগুণ রয়েছে সেই সম্বন্ধে জানানো হচ্ছে ছাত্রছাত্রীদের। তবে এই সবের মাঝে স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাবারে সঠিক পুষ্টি দিতে হবে। তাই স্কুলের শিক্ষকরা নিলেন এই পদক্ষেপ।

advertisement

আরও পড়ুন: গরমের ছুটিতে ঘুরে আসুন এই কালীমন্দির থেকে, এই শক্তিপীঠের ঐতিহ্য করবে অভিভূত, মায়ের মহিমা জানুন

স্কুলের শিক্ষকেরা জানান, স্কুলের পুকুরেই করা হয়েছিল মাছের চাষ। সে মাছ ধরেই মিড ডে মিলে খাওয়ানো হল ছাত্রছাত্রীদের। মিড ডে মিলের থালায় ডিমের বদলে মাছ পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। স্কুলের শিক্ষক পার্থসারথি ঘোষ জানান, মিড ডে মিলে মাছ দিতেই স্কুলের পিছনে পুকুরে মাছের চাষ শুরু করেছিলেন তাঁরা। সেই পুকুর থেকে প্রায় ২২ কেজি মাছ ধরা হয় পুকুর থেকে। মাছের পাশাপাশি স্কুলের ভিতরে মাশরুমের চাষও হয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায়, মাসে একবার করে মাছ দিয়ে মিড ডে মিল দেওয়া হয় ছাত্রছাত্রীদের। আর তাদের খাবারের মধ্যে পুষ্টির কথা মাথায় রেখে স্কুলের একটি কক্ষে করা হচ্ছে মাশরুম চাষ। মাশরুমের মধ্যে বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে।তাই এই মাশরুম চাষ করে সেই মাশরুম দেওয়া হচ্ছে মিড ডে মিলের খাবারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কলা গাছের থেকেও বড় কলার কাঁদি! ৭ ফুটের কলার কাঁদিতে ১০০০ কলা, রইল ফটো
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: মিড ডে মিলে ডিম দিতে হিমশিম! এই স্কুল আবার দিচ্ছে মাছ! কীভাবে আসছে জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল