বীরভূমের সিউড়ির এই স্কুল একটি আদর্শ স্কুল হিসাবে পরিচিত। একদিকে এই স্কুলে যখন বিভিন্ন ওষুধি গুণ সমৃদ্ধ গাছের চাষ করা হচ্ছে, ঠিক তেমনই বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা হচ্ছে। এই সমস্ত গাছ এবং শাক সবজি চাষ সম্বন্ধে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের। কোন ওষুধি গাছের কি গুণাগুণ রয়েছে সেই সম্বন্ধে জানানো হচ্ছে ছাত্রছাত্রীদের। তবে এই সবের মাঝে স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাবারে সঠিক পুষ্টি দিতে হবে। তাই স্কুলের শিক্ষকরা নিলেন এই পদক্ষেপ।
advertisement
আরও পড়ুন: গরমের ছুটিতে ঘুরে আসুন এই কালীমন্দির থেকে, এই শক্তিপীঠের ঐতিহ্য করবে অভিভূত, মায়ের মহিমা জানুন
স্কুলের শিক্ষকেরা জানান, স্কুলের পুকুরেই করা হয়েছিল মাছের চাষ। সে মাছ ধরেই মিড ডে মিলে খাওয়ানো হল ছাত্রছাত্রীদের। মিড ডে মিলের থালায় ডিমের বদলে মাছ পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। স্কুলের শিক্ষক পার্থসারথি ঘোষ জানান, মিড ডে মিলে মাছ দিতেই স্কুলের পিছনে পুকুরে মাছের চাষ শুরু করেছিলেন তাঁরা। সেই পুকুর থেকে প্রায় ২২ কেজি মাছ ধরা হয় পুকুর থেকে। মাছের পাশাপাশি স্কুলের ভিতরে মাশরুমের চাষও হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায়, মাসে একবার করে মাছ দিয়ে মিড ডে মিল দেওয়া হয় ছাত্রছাত্রীদের। আর তাদের খাবারের মধ্যে পুষ্টির কথা মাথায় রেখে স্কুলের একটি কক্ষে করা হচ্ছে মাশরুম চাষ। মাশরুমের মধ্যে বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে।তাই এই মাশরুম চাষ করে সেই মাশরুম দেওয়া হচ্ছে মিড ডে মিলের খাবারে।
সৌভিক রায়





