প্রতিযোগিতার আয়োজন করেছে গোবরডাঙ্গার ক্যারাটে বুডোক্যান ইনস্টিটিউট। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা সুবীর বিশ্বাস জানান, রাজ্যস্তরের বাছাই করা প্রতিযোগীদের পরবর্তী ধাপে কর্ণাটকে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ মিলবে। তার কথায়, বর্তমান সময়ে আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখা ছেলেদের তুলনায় মহিলাদের জন্য আরও প্রয়োজনীয় হয়ে উঠেছে। তাই অল্প বয়সী মেয়েরাও ক্যারাটে শিখতে এগিয়ে আসছে।
advertisement
আরও পড়ুন : বাঁধ ভেঙে কি আসছে বড় বিপর্যয়? গৌড়েশ্বর ও বিদ্যাধরী নদীর ফাটল দেখে ভয়ে কাঁপছে মানুষ
এদিনের চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া মহিলা প্রতিযোগিরা জানিয়েছেন, ক্যারাটে শুধু আত্মরক্ষার মাধ্যম নয়, এটি একটি বিকল্প পেশা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষকদের কথায়, ভাল ভাবে প্রতিটি ধাপ অতিক্রম করে এগিয়ে যেতে পারলে মিলবে সাফল্য। পরবর্তীতে এই শিক্ষা অন্যান্য শিক্ষার্থীদের মধ্যেও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার কাজে ব্যবহার করা যায়। যা বিকল্প পেশা হিসেবে বর্তমানে উঠে আসতেই পারে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলার নানা প্রান্তে এই ধরনের নানা প্রশিক্ষক রয়েছেন যারা বহু ছাত্র-ছাত্রীদের আত্মরক্ষার এই কৌশল শেখান। নামমাত্র পারিশ্রমিকে দক্ষ প্রশিক্ষকদের কাছ থেকে শিক্ষা নিয়ে ছাত্রছাত্রীরা ও জাতীয় ও আর্ন্তজাতিক স্তরের প্রতিযোগিতায় সোনা রুপো জয় করছেন। ফলে এই ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্রীড়া ও আত্মরক্ষার ক্ষেত্রে যুব সমাজের বিশেষ আগ্রহ এবং সক্ষমতা ফুটে উঠেছে। ফলে আত্মরক্ষার পাশাপাশি এই ক্রীড়া পথ দেখাচ্ছে স্বনির্ভরতারও।