Sudarban Erosion : বাঁধ ভেঙে কি আসছে বড় বিপর্যয়? গৌড়েশ্বর ও বিদ্যাধরী নদীর ফাটল দেখে ভয়ে কাঁপছে মানুষ

Last Updated:

Sudarban Erosion : পরপর দুই এলাকায় বাঁধে ফাটল ও ভাঙনে উদ্বেগ ছড়িয়েছে সুন্দরবন জুড়ে। বছরের পর বছর নদীভাঙনের আতঙ্কে দিন কাটে এই এলাকার মানুষের।

+
গৌড়েশ্বর

গৌড়েশ্বর নদী বাঁধে ভাঙন 

হিঙ্গলগঞ্জ, জুলফিকার মোল্যা: গৌড়েশ্বর ও বিদ্যাধরী নদীর বাঁধে ফাটল, আতঙ্কে উপকূলবর্তী মানুষ। সুন্দরবন উপকূলবর্তী এলাকায় প্রতি বছরই নদী বাঁধ ভাঙনের আতঙ্কে দিন কাটে স্থানীয়দের। জোয়ারের চাপে কিংবা বৃষ্টির দাপটে বছরের পর বছর ধরে এই অঞ্চলের বাঁধগুলি দুর্বল হয়ে পড়েছে। উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হলদা এলাকায় গৌড়েশ্বর নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে।
এদিন সকালে স্থানীয় বাসিন্দারা ফাটলটি লক্ষ্য করে আতঙ্কিত হন। তাদের দাবি, ফাটল ছোট হলেও ক্রমশ বড় হচ্ছে, এবং ফাঁক দিয়ে জল ঢুকছে লোকালয়ে। দ্রুত মেরামতি না হলে যেকোনও সময় বাঁধ ভেঙে তলিয়ে যেতে পারে কয়েক হাজার বিঘা মেছোভেরি ও ধানক্ষেত। এলাকাবাসীরা প্রশাসনের কাছে অবিলম্বে বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন।
advertisement
advertisement
অন্যদিকে, মিনাখাঁ ব্লকের মোহনপুর অঞ্চলের পূর্বমোহনপুরের চড়পাড়া এলাকায় পূর্ণিমার ভরা কটালে গভীর রাতে বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে যায়। প্রায় কুড়ি ফুট জুড়ে বাঁধ ধসে পড়ায় মুহূর্তের মধ্যেই প্লাবিত হয় মেছোভেরি ও নীচু এলাকা। সকালে ভাটা নামতেই স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা একযোগে বাঁধ মেরামতির কাজে হাত লাগান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেচ দফতরের কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরপর দুই এলাকায় বাঁধে ফাটল ও ভাঙনে উদ্বেগ ছড়িয়েছে সুন্দরবন জুড়ে। বছরের পর বছর নদীভাঙনের আতঙ্কে দিন কাটে এই এলাকার মানুষের। তাঁরা বলেন, “বাঁধ ঠিক না হলে ঘরও বাঁচবে না, ফসলও না।” জোয়ারের তোড়ে, ঝড়ের ধাক্কায় কিংবা অবহেলিত সংস্কারে, সুন্দরবনের মানুষের এই লড়াই যেন এখন প্রতিদিনের সঙ্গী।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sudarban Erosion : বাঁধ ভেঙে কি আসছে বড় বিপর্যয়? গৌড়েশ্বর ও বিদ্যাধরী নদীর ফাটল দেখে ভয়ে কাঁপছে মানুষ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement