Kali দেবীর ‘রুদ্র রূপ’ নয়, এবার দেখা মিলছে ‘জীবনদায়িনী’ রূপের! কাঁথির এই থিম চোখে জল এনে দেবে
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:MADAN MAITY
Last Updated:
Kali Puja 2025 : মা কালি মানে কেবল রুদ্র রূপ নয়, তিনি প্রকৃতির জীবনদায়িনী শক্তির প্রতীক। বৃক্ষের মতোই তিনি জীবন দেন, আশ্রয় দেন, সুরক্ষা দেন। অভিনব ভাবনা উদ্যোক্তাদের।
কাঁথি, মদন মাইতি: বৃক্ষের কোলে জীবন দোলে, এই অনন্য বার্তা নিয়ে নবম বর্ষে পদার্পণ করল কাঁথি আউটডোর মোড়ের মা হঠাৎ কালি পুজো কমিটি। মাঙ্গলিক পুজো ও খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হল এবারের কালিপুজোর প্রস্তুতির। প্রতিবছরই সমাজ, পরিবেশ ও মানবতার গুরুত্বপূর্ণ বার্তা বহন করে অভিনব থিমে সাজে এই পুজো মণ্ডপ। এবারের থিম বৃক্ষমাতা রূপে মা কালি, যা একদিকে দেবী শক্তির আরাধনা, অন্যদিকে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার প্রকাশ।
উদ্যোক্তাদের মতে, প্রকৃতি ও বৃক্ষ ছাড়া পৃথিবীতে জীবন কল্পনা করা যায় না। বৃক্ষ আমাদের খাদ্য, বায়ু, আশ্রয় ও জীবনের মূল উৎস। সেই ভাবনা থেকেই মা কালিকে বৃক্ষরূপে উপস্থাপন করা হচ্ছে, যাতে মানুষ বুঝতে পারেন দেবী যেমন ধ্বংসের প্রতীক, তেমনই তিনি সৃষ্টিরও উৎস। মা কালি মানে কেবল রুদ্র রূপ নয়, তিনি প্রকৃতির জীবনদায়িনী শক্তির প্রতীক। বৃক্ষের মতোই তিনি জীবন দেন, আশ্রয় দেন, সুরক্ষা দেন।
advertisement
আরও পড়ুন : বোলপুর ঘুরতে এসে ঘুরে দেখেন নি ‘এই’ জায়গা! কত বড় ভুলটাই না করেছেন, বৃথা আপনার বোলপুর-শান্তিনিকেতন ট্যুর
advertisement
উদ্যোক্তাদের অন্যতম শান্তনু বেরা বলেন, প্রকৃতির কোলে মানুষ আসলে এক শিশু। সেই ভাবনা থেকেই এবারের থিম ‘বৃক্ষের কোলে জীবন দোলে’। আমরা চাই, মা কালী রূপে বৃক্ষমাতা যেন মানুষকে সচেতন করেন প্রকৃতি ও পরিবেশ রক্ষার দায়িত্ব নিয়ে।
advertisement
এবারের প্রতিমা নির্মাণেও থাকছে সেই ভাবনার প্রতিফলন। প্রতিমার চারপাশে থাকবে নানা প্রজাতির গাছ, ফুল ও সবুজ পাতা। মণ্ডপ সাজানো হবে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান বাঁশ, খড়, মাটি ও শুকনো পাতা দিয়ে। আলোকসজ্জায় থাকবে প্রকৃতির প্রতীকী প্রকাশ। যেন আলো আর ছায়ার খেলায় ফুটে ওঠে বৃক্ষের প্রাণচক্র। উদ্যোক্তারা জানিয়েছেন, তাঁরা চাইছেন দর্শনার্থীরা এই থিম থেকে অনুপ্রাণিত হোন, পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন।
advertisement
আরও পড়ুন : স্বামীর মৃ*ত্যুর পর ভেসে যাচ্ছিল সংসার! হাল না ছেড়ে ‘হ্যান্ডলুম’কে করলেন সঙ্গী, ১৮০ ডিগ্রি ঘুরে গেল মহিলার জীবন
এই থিমের মূল ভাবনা, মানুষ যেন নিজের অস্তিত্বকে প্রকৃতির সঙ্গে একাত্ম মনে করে। প্রকৃতি ছাড়া মানুষ অসম্পূর্ণ। কিন্তু আধুনিক সভ্যতার দৌড়ে আমরা নিজেরাই প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হচ্ছি। মা কালি বৃক্ষমাতা রূপে যেন আমাদের সেই ভুলে যাওয়া সম্পর্কের কথা আবার মনে করিয়ে দেন। প্রকৃতির কোলে যে জীবন দোলে, সেই জীবনই সত্যিকার টিকে থাকার আশ্রয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মণ্ডপে কোনও চটকদার প্রদর্শনী থাকবে না। বরং থাকবে শান্ত, স্নিগ্ধ সবুজ পরিবেশ। যেখানে প্রতিটি গাছ, প্রতিটি পাতা যেন দেবী মাতার আশীর্বাদ। দর্শনার্থীরা মণ্ডপে এসে যেন কিছুটা সময় প্রকৃতির কোলে ফিরে যেতে পারেন, সেই ভাবনা এবারের মূল উদ্দেশ্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
October 08, 2025 4:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali দেবীর ‘রুদ্র রূপ’ নয়, এবার দেখা মিলছে ‘জীবনদায়িনী’ রূপের! কাঁথির এই থিম চোখে জল এনে দেবে