TRENDING:

Murshidabad News: পুলিশ মানেই...! পুলিশ মানবিকও, যা করে দেখাচ্ছেন কান্দি থানার আইসি

Last Updated:

কান্দি থানার আইসির মানবিক মুখ দেখল গোটা এলাকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: আরও একবার মানবিক মুখ দেখা গেল কান্দি থানার আইসি মৃণাল সিনহার। খড়গ্রাম থানার বাসিন্দা জয়া দাসী রাজবংশী। পরিবারের কেউ দেখে না। স্বামী আগেই মারা গিয়েছেন। পরিবারে ছেলে, পুত্রবধূ, নাতি ও কন্যা নিয়ে সংসার থাকলেও কান্দি শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করেন এবং দুপুরের অন্নব্যবস্হা করে থাকেন। ফলে পরিবারের কেউ না দেখার আক্ষেপ ছিল। অন্যদিকে বয়সজনিত কারণে চোখ নষ্ট হচ্ছিল। এবার সেই চোখ অপারেশন করিয়ে দিল খোদ কান্দি থানার আইসি মৃণাল সিনহা।
advertisement

ছানি একটি চোখের সাধারণ সমস্যা এবং মানুষ বয়সের সঙ্গে সঙ্গে এই সমস্যাটি ভোগ করে। ফলে বেশ কিছু দিন ধরেই চোখে ঠিক মত দেখতে পেতেন না জয়া দাসী রাজবংশী। পরিবারে আর্থিক ক্ষমতাও ছিল না সেই মত চোখের চিকিৎসা করানোর। বিষয়টি হঠাৎই জানতে পারেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা। আর তিনি জানতে পেরেই আইসি মৃণাল সিনহা নিজে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা সহ চোখ অপারেশন করানো হয়। চিকিৎসক ডাঃ উত্তম রায় চৌধুরীর কাছে গিয়ে অপারেশন করিয়ে দেওয়া হয়। এমনকি ঔষধপত্র সহ ফল হরলিক্স দেওয়া হয়। আইসির এই মানবিক মুখ দেখে খুশি প্রকাশ করেছেন সকলেই।

advertisement

আরও পড়ুন: বলা নেই, কওয়া নেই, দুম করে কেটে ফেলা হল ব্রিটিশ আমলের ৩০টি গাছ! ক্ষেপে উঠলেন স্থানীয়রা

এক মাস আগে থানায় বসিয়ে বাবার ভূমিকা পালন করে এক কন্যার বিয়ে দেন তিনি। এবার চোখের অপারেশন করিয়ে দিয়ে প্রশংসা পেলেন সাধারণ মানুষের। জয়া দাসী রাজবংশী জানিয়েছেন, “আমার বাম চোখটা অপারেশন করিয়ে দিয়েছেন আইসি নিজে উদ্যোগ গ্রহণ করে। আগামীদিনে ডান চোখ ও অপারেশন করিয়ে দেবেন। পরিবারের কেউ দেখে না। ভাবিনি আমার চোখটা আবার ফিরে পাব।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বর্তমানে যেখানে পুলিশের ওপর রাজ্যে জুড়ে এক দোষারোপ পাল্টা দোষারোপ পালা হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তখন আইসির এই ভূমিকায় খুশি সকলেই।

সেরা ভিডিও

আরও দেখুন
ফসল তো নয় যেন টাকার খনি! সহজ পদ্ধতিতে সরষে চাষ করে দু'হাতে কামাচ্ছেন কৃষকরা
আরও দেখুন

কৌশিক অধিকারী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: পুলিশ মানেই...! পুলিশ মানবিকও, যা করে দেখাচ্ছেন কান্দি থানার আইসি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল