ছানি একটি চোখের সাধারণ সমস্যা এবং মানুষ বয়সের সঙ্গে সঙ্গে এই সমস্যাটি ভোগ করে। ফলে বেশ কিছু দিন ধরেই চোখে ঠিক মত দেখতে পেতেন না জয়া দাসী রাজবংশী। পরিবারে আর্থিক ক্ষমতাও ছিল না সেই মত চোখের চিকিৎসা করানোর। বিষয়টি হঠাৎই জানতে পারেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা। আর তিনি জানতে পেরেই আইসি মৃণাল সিনহা নিজে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা সহ চোখ অপারেশন করানো হয়। চিকিৎসক ডাঃ উত্তম রায় চৌধুরীর কাছে গিয়ে অপারেশন করিয়ে দেওয়া হয়। এমনকি ঔষধপত্র সহ ফল হরলিক্স দেওয়া হয়। আইসির এই মানবিক মুখ দেখে খুশি প্রকাশ করেছেন সকলেই।
advertisement
আরও পড়ুন: বলা নেই, কওয়া নেই, দুম করে কেটে ফেলা হল ব্রিটিশ আমলের ৩০টি গাছ! ক্ষেপে উঠলেন স্থানীয়রা
এক মাস আগে থানায় বসিয়ে বাবার ভূমিকা পালন করে এক কন্যার বিয়ে দেন তিনি। এবার চোখের অপারেশন করিয়ে দিয়ে প্রশংসা পেলেন সাধারণ মানুষের। জয়া দাসী রাজবংশী জানিয়েছেন, “আমার বাম চোখটা অপারেশন করিয়ে দিয়েছেন আইসি নিজে উদ্যোগ গ্রহণ করে। আগামীদিনে ডান চোখ ও অপারেশন করিয়ে দেবেন। পরিবারের কেউ দেখে না। ভাবিনি আমার চোখটা আবার ফিরে পাব।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে যেখানে পুলিশের ওপর রাজ্যে জুড়ে এক দোষারোপ পাল্টা দোষারোপ পালা হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তখন আইসির এই ভূমিকায় খুশি সকলেই।
কৌশিক অধিকারী





