কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাস নির্দেশ দিয়েছে, ৪ মার্চ বিকেল ৪টের মধ্যে তদন্তের রিপোর্ট পেশ করতে হবে।
আরও পড়ুন- ব্লাড সুগার ‘হাই’? আপনি কি ‘মদ’ খেতে পারেন? জানলে চমকাবেন…ডায়াবেটিসের রোগীরা অবশ্যই পড়ুন!
advertisement
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, ২০১৮ সালের ঘটনায় আদালত ২০২৩ সালে SIT গঠনের নির্দেশ দিয়েছিল। যদিও দময়ন্তী সেন এই তদন্ত থেকে সরে দাঁড়িয়েছেন, তবু এতদিনে কিছুটা হলেও তদন্ত হয়েছে। নতুন তদন্তকারী অফিসার দায়িত্ব নেওয়ার পর হাইকোর্টের নির্দেশে তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি হাতে পেয়েছেন কি না, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, কী কী তদন্ত হয়েছে বা কী বাকি আছে, তা-ও রিপোর্টে উল্লেখ করতে হবে।
কাঁদতে কাঁদতে ব্যাঙ্কে এলেন মহিলা! বললেন, ‘আমার অ্যাকাউন্টে…’ দেখেই মাথায় বাজ পড়ল ম্যানেজারের! এ কী?
এছাড়াও, মামলাকারীদের কোনও আপত্তি বা বক্তব্য থাকলে, তা আদালত শুনবে এবং প্রয়োজনে পরবর্তী নির্দেশ দেবে বলে জানানো হয়েছে।