TRENDING:

দময়ন্তী সেনের বদলে মুরলীধর শর্মা! কাকদ্বীপ জোড়াখুন মামলায় SIT প্রধান বদল

Last Updated:

Kakdwip News:কাকদ্বীপে ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের আগের দিন সিপিএম সমর্থক দম্পতি খুনের মামলায় তদন্তের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। আইপিএস মুরলীধর শর্মা নতুন তদন্তকারী অফিসার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  কাকদ্বীপে ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের আগের দিন সিপিএম সমর্থক এক দম্পতিকে নির্মমভাবে পিটিয়ে ও পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT)-এর নেতৃত্বে পরিবর্তন আনল কলকাতা হাইকোর্ট। তদন্তভার থেকে সরানো হল আইপিএস দময়ন্তী সেনকে, তাঁর পরিবর্তে SIT-এর দায়িত্ব পেলেন আইপিএস মুরলীধর শর্মা।
কাকদ্বীপে ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের আগের দিন সিপিএম সমর্থক এক দম্পতিকে নির্মমভাবে পিটিয়ে ও পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT)-এর নেতৃত্বে পরিবর্তন আনল কলকাতা হাইকোর্ট। তদন্তভার থেকে সরানো হল আইপিএস দময়ন্তী সেনকে, তাঁর পরিবর্তে SIT-এর দায়িত্ব পেলেন আইপিএস মুরলীধর শর্মা।
কাকদ্বীপে ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের আগের দিন সিপিএম সমর্থক এক দম্পতিকে নির্মমভাবে পিটিয়ে ও পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT)-এর নেতৃত্বে পরিবর্তন আনল কলকাতা হাইকোর্ট। তদন্তভার থেকে সরানো হল আইপিএস দময়ন্তী সেনকে, তাঁর পরিবর্তে SIT-এর দায়িত্ব পেলেন আইপিএস মুরলীধর শর্মা।
advertisement

কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাস নির্দেশ দিয়েছে, ৪ মার্চ বিকেল ৪টের মধ্যে তদন্তের রিপোর্ট পেশ করতে হবে।

আরও পড়ুন- ব্লাড সুগার ‘হাই’? আপনি কি ‘মদ’ খেতে পারেন? জানলে চমকাবেন…ডায়াবেটিসের রোগীরা অবশ্যই পড়ুন!

আরও পড়ুন- পুণ্য করলেন স্ত্রীর হাত ধরে, সেই হাতেই রাতে হোটেলের ঘরে…ছিঃ! এ কী ভয়ঙ্কর ‘পাপ’ স্বামীর! দরজা খুলতেই ভয়ঙ্কর দৃশ্য

advertisement

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, ২০১৮ সালের ঘটনায় আদালত ২০২৩ সালে SIT গঠনের নির্দেশ দিয়েছিল। যদিও দময়ন্তী সেন এই তদন্ত থেকে সরে দাঁড়িয়েছেন, তবু এতদিনে কিছুটা হলেও তদন্ত হয়েছে। নতুন তদন্তকারী অফিসার দায়িত্ব নেওয়ার পর হাইকোর্টের নির্দেশে তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি হাতে পেয়েছেন কি না, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, কী কী তদন্ত হয়েছে বা কী বাকি আছে, তা-ও রিপোর্টে উল্লেখ করতে হবে।

advertisement

কাঁদতে কাঁদতে ব্যাঙ্কে এলেন মহিলা! বললেন, ‘আমার অ্যাকাউন্টে…’ দেখেই মাথায় বাজ পড়ল ম্যানেজারের! এ কী?

রোজ এইভাবে ‘হলুদ’ খাচ্ছেন? ঝাঁঝরা হয়ে যেতে পারে ‘কিডনি’…! জানেন কী ক্ষতি হচ্ছে? ডাক্তারের পরামর্শ শুনুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এছাড়াও, মামলাকারীদের কোনও আপত্তি বা বক্তব্য থাকলে, তা আদালত শুনবে এবং প্রয়োজনে পরবর্তী নির্দেশ দেবে বলে জানানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দময়ন্তী সেনের বদলে মুরলীধর শর্মা! কাকদ্বীপ জোড়াখুন মামলায় SIT প্রধান বদল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল